Bengali of Table: চেয়ারকে তো কেদারা বলেন! টেবিলের বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে পারবেন না
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bengali of Table: টেবিল এমন একটি বস্তু যা প্রায় প্রত্যেক দিনই চোখের সামনে থাকে। বিভিন্ন কাজে ব্যবহারও হয়। তবু এটির বাংলা বলতে গেলে অনেককেই বেগ পেতে হবে।
advertisement
1/6

দৈনন্দিন জীবনে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়, যেগুলির বাংলা প্রায় বিস্মৃত। ঠিক তেমনই একটি শব্দ হল টেবিল।
advertisement
2/6
এটি এমন একটি বস্তু যা প্রায় প্রত্যেক দিনই চোখের সামনে থাকে। বিভিন্ন কাজে ব্যবহারও হয়। তবু এটির বাংলা বলতে গেলে অনেককেই বেগ পেতে হবে।
advertisement
3/6
চেয়ারের বাংলা প্রতিশব্দ অনেকেরই জানা। সেটি হল কেদারা বা কুর্সি। তবে আদতে এই শব্দগুলিও বিদেশি।
advertisement
4/6
তবু চেয়ারের প্রতিশব্দ যা-ও ব্যবহার করা হয়, টেবিল বা টেবলের প্রতিশব্দ ব্যবহার করা বয় না বললেই চলে।
advertisement
5/6
টেবিলের বাংলা মেজ। এটির আগমণও ভিনদেশী ভাষা থেকেই। এছাড়া একে চৌপায়াও বলা হয়।
advertisement
6/6
তবে টেবিলের এই প্রতিশব্দ আর ব্যবহার হয় না বললেই চলে। যার ফলে মেজ শব্দটি ধীরে ধীরে মুছে গিয়েছে স্মৃতি থেকেও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bengali of Table: চেয়ারকে তো কেদারা বলেন! টেবিলের বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে পারবেন না