TRENDING:

Bengali of Table: চেয়ারকে তো কেদারা বলেন! টেবিলের বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে পারবেন না

Last Updated:
Bengali of Table: টেবিল এমন একটি বস্তু যা প্রায় প্রত্যেক দিনই চোখের সামনে থাকে। বিভিন্ন কাজে ব্যবহারও হয়। তবু এটির বাংলা বলতে গেলে অনেককেই বেগ পেতে হবে।
advertisement
1/6
চেয়ারকে তো কেদারা বলেন! টেবিলের বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে পারবেন না
দৈনন্দিন জীবনে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়, যেগুলির বাংলা প্রায় বিস্মৃত। ঠিক তেমনই একটি শব্দ হল টেবিল।
advertisement
2/6
এটি এমন একটি বস্তু যা প্রায় প্রত্যেক দিনই চোখের সামনে থাকে। বিভিন্ন কাজে ব্যবহারও হয়। তবু এটির বাংলা বলতে গেলে অনেককেই বেগ পেতে হবে।
advertisement
3/6
চেয়ারের বাংলা প্রতিশব্দ অনেকেরই জানা। সেটি হল কেদারা বা কুর্সি। তবে আদতে এই শব্দগুলিও বিদেশি।
advertisement
4/6
তবু চেয়ারের প্রতিশব্দ যা-ও ব্যবহার করা হয়, টেবিল বা টেবলের প্রতিশব্দ ব্যবহার করা বয় না বললেই চলে।
advertisement
5/6
টেবিলের বাংলা মেজ। এটির আগমণও ভিনদেশী ভাষা থেকেই। এছাড়া একে চৌপায়াও বলা হয়।
advertisement
6/6
তবে টেবিলের এই প্রতিশব্দ আর ব্যবহার হয় না বললেই চলে। যার ফলে মেজ শব্দটি ধীরে ধীরে মুছে গিয়েছে স্মৃতি থেকেও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bengali of Table: চেয়ারকে তো কেদারা বলেন! টেবিলের বাংলা কী জানেন? ৯৯ শতাংশই বলতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল