Mandarmani Beach : মন্দারমনির ওপারে কী আছে? এই উত্তর আপনাকে চমকে দেবে, ভাবতেই পারবেন না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mandarmani Sea Beach- মন্দারমনির সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর গিয়ে ভারত মহাসাগরে মিশেছে। এর পর স্থলভাগ বলতে একমাত্র বরফের দেশ আন্টার্টিকা। অর্থাৎ মন্দারমনির ওপারে বিরাট জলরাশি পেরিয়ে যাওয়ার পর রয়েছে আন্টার্কটিকা মহাদেশ।
advertisement
1/6

দিঘা আর বাঙালির আবেগের সম্পর্ক দীর্ঘদিনের। জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দিঘায় বেড়়েছে পর্যটকদের আনাগোনা। দিঘার পাশাপাশি মন্দারমনিও কিন্তু অনেক বাঙালির পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন। দিঘার তুলনায় কিছুটা কম ভিড় হওয়ায় অনেকেই মন্দারমনির বিচ বেশ পছন্দ করেন।
advertisement
2/6
জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞান অনেক চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয়। অনেক সময় বন্ধু বা আত্মীয়দের সঙ্গে আড্ডার সময়ও সাধারণ জ্ঞান বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ আমরা সাধারণ জ্ঞানের সেরকমই একটি প্রশ্নের উত্তর দেব।
advertisement
3/6
পূর্ব মেদিনীপুরের অত্যন্ত জনপ্রিয় সৈকতনগরী মন্দারমনি। কাতারে কাতারে পর্যটক সেখানে যান। সপ্তাহের যে কোনও দিন সেখানে ভিড় থাকে চোখে পড়ার মতো। সমুদ্রের পাড়ে শান্ত, নিরিবিল পরিবেশে এক বা ২ দিন অনেকেই সেখানে পরিবার বন্ধুদের সঙ্গে কাটান। সমুদ্রের ঠান্ডা হাওয়ায় জিরিয়ে নেন কিছুটা সময়।
advertisement
4/6
আপনিও নিশ্চয়ই মন্দারমনি ঘুরতে গিয়েছেন! কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, মন্দারমনির সমুদ্রের ঠিক ওপারে কী রয়েছে? এই বিষয়টি আপনি যদি গুগল ম্যাপে খোঁজার চেষ্টা করেন, তা হলেই উত্তর পেয়ে যাবেন। এই সহজ প্রশ্নের উত্তর অনেকেরই আজও অজানা।
advertisement
5/6
মন্দারমনির সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর গিয়ে ভারত মহাসাগরে মিশেছে। এর পর স্থলভাগ বলতে একমাত্র বরফের দেশ আন্টার্টিকা। অর্থাৎ মন্দারমনির ওপারে বিরাট জলরাশি পেরিয়ে যাওয়ার পর রয়েছে আন্টার্কটিকা মহাদেশ।
advertisement
6/6
বঙ্গোপসাগর লাগোয়া সমুদ্রসৈকত মন্দারমনি। আর তার ওপারে যে আন্টার্কটিকা মহাদেশ রয়েছে তা কিন্তু অনেকেরই অজানা আজও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mandarmani Beach : মন্দারমনির ওপারে কী আছে? এই উত্তর আপনাকে চমকে দেবে, ভাবতেই পারবেন না