'আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল...'! বুড়ির ঘর কেন পোড়ানো হয় জানেন?
- Published by:Suman Majumder
Last Updated:
Holika dahan: ন্যাড়া পোড়ার গুরুত্ব কী জেনে নিন। দোলের আগের দিন কেন পোড়ানো হয় বুড়ির ঘর!
advertisement
1/5

'আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বোল।' প্রায় প্রতিটি বাঙালি শুনেছে এই ছড়া। আর এই ছড়া আওড়াতে আওড়াতে কখনও না কখনও বুড়ির ঘরে আগুন গিয়েছেন অনেকেই।
advertisement
2/5
শুকনো ডাল, পাতা, খড়, গাছের ডালপালা জোগাড় করে বানানো হয় বুড়ির ঘর। তার পর সেই বুড়ির ঘরে আগুন দেওয়া হয় ফাল্গুন পূর্ণিমার রাতে। এটাই ন্যাড়া পোড়ার রীতি।
advertisement
3/5
অশুভ শক্তির সব কিছু পুড়িয়ে শুভ শক্তির উদয়। এটাই এই রীতির গুরুত্ব। মনের কালিমা সরিয়ে জীবন আলোকজ্জ্বল করার জন্যই এই রীতির পালন করা হয়।
advertisement
4/5
ন্যাড়া পোড়া রীতি পালন করলেও অনেকেই হয়তো সেটি সম্পর্কে জানেন না। দোলযাত্রার আগের দিন পালন করা হয় এই রীতি। বহু পুরনো এই রীতির গুরুত্ব অপরিসীম।
advertisement
5/5
বাংলার বাইরে বহু জায়গায় এই রীতি হোলিকা দহন নামে পরিচিত। প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণুর হোলিকা বধ, তাই থেকে হোলিকা দহন। হোলির আগের দিন কোনও খোলা মাঠ বা ফাঁকা জায়গায় শুকনো কাঠ, খড়কুটো মজুত করে পুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ হোলিকার দহন হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল...'! বুড়ির ঘর কেন পোড়ানো হয় জানেন?