TRENDING:

Lavender Marriage: ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ কী জানেন? আজও এর গুরুত্ব অসীম, বহু দেশে ব্যাপক জনপ্রিয়ও

Last Updated:
What is Lavender Marriage: এই বিয়ে এক ধরণের পারস্পরিক বোঝাপড়া। যেখানে দুই সমলিঙ্গপ্রেমী ব্যক্তি (যেমন, একজন সমকামী পুরুষ ও একজন সমকামী নারী) সমাজের সামনে স্বাভাবিক দম্পতির মতো থাকেন। লক্ষ্য হল সমাজ ও পরিবারের চোখে বৈধ বিবাহিত সম্পর্ক বজায় রাখা, যাতে ব্যক্তির প্রকৃত যৌন আকাঙ্খা গোপন থাকে।
advertisement
1/6
‘ল্যাভেন্ডার ম্যারেজ’ কী জানেন? আজও এর গুরুত্ব অসীম, বহু দেশে ব্যাপক জনপ্রিয়ও
যুগ বদলাচ্ছে। সঙ্গে দৃষ্টিভঙ্গীও। যৌনতা, লিঙ্গ, বিয়ে নিয়ে পুরনো ধ্যানধারণা ভাঙছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখছে সমাজ। LGBTQ+ নিয়ে নাক কুঁচকানো এখন অতীত। যদিও লড়াইটা সহজ ছিল না। (Still From Badhai Do Movie)
advertisement
2/6
LGBTQ+-দের মধ্যে ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ব্যাপক জনপ্রিয়। এই বিয়েতে এক পক্ষ হেটেরোসেক্সুয়াল (বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট) এবং অন্য পক্ষ হোমোসেক্সুয়াল (সমলিঙ্গের প্রতি আকৃষ্ট)। সোজা কথায়, ল্যাভেন্ডার ম্যারেজ হল এমন বিবাহ, যেখানে সমকামী ব্যক্তি সমাজ ও পরিবারের চাপ থেকে বাঁচতে, বিপরীত লিঙ্গের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যাতে তাঁরা তাঁদের যৌন পরিচয় গোপন রাখতে পারেন। (Representative Image)
advertisement
3/6
এই বিয়ে এক ধরণের পারস্পরিক বোঝাপড়া। যেখানে দুই সমলিঙ্গপ্রেমী ব্যক্তি (যেমন, একজন সমকামী পুরুষ ও একজন সমকামী নারী) সমাজের সামনে স্বাভাবিক দম্পতির মতো থাকেন। লক্ষ্য হল সমাজ ও পরিবারের চোখে বৈধ বিবাহিত সম্পর্ক বজায় রাখা, যাতে ব্যক্তির প্রকৃত যৌন আকাঙ্খা গোপন থাকে। (Representative Image)
advertisement
4/6
বিয়ে, যৌনতা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সামাজিক বিদ্বেষ এবং আইনি সমস্যায় পড়তে হয় মাঝে মধ্যেই। যদিও এখন দিনকাল বদলেছে। কিন্তু পুরোটা নয়। ‘ল্যাভেন্ডার’ রঙ LGBTQ+ সম্প্রদায়ের প্রতীক। এমন নামের প্রধান কারণ সেটাই। বর্তমানে পরিস্থিতি বদলেছে। LGBTQ+ সম্প্রদায়ও স্বীকৃতি পেয়েছে। গ্রহণযোগ্যতা বেড়েছে। ফলে ল্যাভেন্ডার ম্যারেজ ধীরে ধীরে কমছে। সামাজিক পট পরিবর্তনের পাশাপাশি আইনি রক্ষাকবচও LGBTQ+ সদস্যরা। লুকোছাপার প্রয়োজন হয় না। নিজের আসল পরিচয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন। (Representative Image)
advertisement
5/6
তবে পৃথিবীর সর্বত্র LGBTQ+-রা স্বাধীন নন। আইনি সুরক্ষা তো দূরের কথা, সামাজিক পরিচয়ও দেওয়া হয় না। তাই কিছু দেশে এখনও ল্যাভেন্ডার ম্যারেজের চল রয়েছে। সামাজিক বৈষম্য এড়াতে, পরিবারকে সন্তুষ্ট রাখতে এবং সামাজিক রীতিনীতি মেনে চলতে অনেকেই এই ধরণের বিবাহের পথ বেছে নেন। (Representative Image)
advertisement
6/6
এ ধরনের বিয়ে সাময়িক স্বস্তি দিলেও, ব্যক্তিগত সুখ ও মানসিক শান্তির ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলে। এতে আত্মপরিচয়ের সঙ্কট, আবেগের দমন ও সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে, যা মানসিক চাপ ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভারতে ধারা ৩৭৭ বাতিল হওয়ার পর সমলিঙ্গের সম্পর্ক আইনি স্বীকৃতি পেলেও, অনেকেই সমাজ ও পরিবারের ভয়ে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করতে পারেন না। ফলে, অনেক LGBTQ+ ব্যক্তি এখনও ল্যাভেন্ডার ম্যারেজের পথ বেছে নিতে বাধ্য হন। (Representative Image)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Lavender Marriage: ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ কী জানেন? আজও এর গুরুত্ব অসীম, বহু দেশে ব্যাপক জনপ্রিয়ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল