Knowledge Story: সুযোগ পেলেই পাতে তুলে নেন! কচুকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯ শতাংশই কিন্তু ফেল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: এটি পেট ঠিক রাখতেও সাহায্য করে। চোখের স্বাস্থ্যের পক্ষেও কচু ভাল। যে সবজিকে প্রায়ই চোখে দেখেন, তার ইংরেজি নামটি জানেন?
advertisement
1/5

কচু এমন এক সবজি, যা অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। কেউ কেউ আবার গলা চুলকানোর ভয়ে এই সবজি থেকে কিছুটা দূরেই থাকেন।
advertisement
2/5
কচু দিয়ে হরেক রকম পদ তৈরি করা যায়। স্বাস্থ্যের পক্ষেও উপকারী এই সবজি। তাই মাঝেমধ্যে পাতে কচু রাখা যেতেই পারে।
advertisement
3/5
কচু রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিসের রোগীরা এই সবজি খেতেই পারেন।
advertisement
4/5
এটি পেট ঠিক রাখতেও সাহায্য করে। চোখের স্বাস্থ্যের পক্ষেও কচু ভাল। যে সবজিকে প্রায়ই চোখে দেখেন, তার ইংরেজি নামটি জানেন?
advertisement
5/5
আলু, বেগুন, পেঁয়াজের মতো সবজিগুলির ইংরেজি নাম জানা থাকলেও কচুর ক্ষেত্রে বিষয়টা তেমন নয় মোটেই। কচুকে ইংরেজিতে বলে 'টারো' (Taro)। ভারতের নানা রাজ্যে এটিকে আলাদা নামে ডাকা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: সুযোগ পেলেই পাতে তুলে নেন! কচুকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯ শতাংশই কিন্তু ফেল