TRENDING:

Glowing water Trend: কাচের গ্লাসে হলুদ, আলোর ম্যাজিক ঘরে! সোশ্যাল মিডিয়ায় 'গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড' ব্যাপারটা কী?

Last Updated:
Glowing Water Trend- নতুন এই ট্রেন্ড-এর নাম গ্লোয়িং ওয়াটার। বিশ্বজুড়ে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ট্রেন্ড। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আপনি অংশ নিতে পারেন এই ট্রেন্ডে। আলোর ম্যাজিক দেখে আপনার মন ভাল হয়ে যেতে পারে।
advertisement
1/5
কাচের গ্লাসে হলুদ, আলোর ম্যাজিক! সোশ্যাল মিডিয়ায় 'গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড' ব্যাপারটা কী?
সোশ্যাল মিডিয়ায় মাঝেসাঝেই বিভিন্ন ট্রেন্ড দেখা যায়। অনেকেই সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। এবার যেমন নতুন ট্রেন্ড ঝড় তুলেছে সমাজমাধ্যমে। শুধুমাত্র এক চিমটি হলুদ, জল আর ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করেই আলোর ম্যাজিক। তা দেখেই লক্ষ লক্ষ মানুষ রীতিমতো অবাক।ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক- সব জায়তেই ঘুরছে এই মজার খেলা।
advertisement
2/5
নতুন এই ট্রেন্ড-এর নাম গ্লোয়িং ওয়াটার। বিশ্বজুড়ে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ট্রেন্ড। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আপনি অংশ নিতে পারেন এই ট্রেন্ডে। আলোর ম্যাজিক দেখে আপনার মন ভাল হয়ে যেতে পারে।
advertisement
3/5
কীভাবে হবে গ্লোয়িং ট্রেন্ড- প্রথমেই আপনার ফোনের ফ্ল্যাশলাইট অন করে ফেলুন। ফোনটাকে উল্টো করে ফ্ল্যাশ উপরের দিকে করে রাখুন। তার পর ফ্ল্যাশলাইটের উপরে একটি পরিষ্কার কাচের গ্লাস বসিয়ে দিন। এর পর কাচের গ্লাসে ধীরে ধীরে জল ঢেলে নিন। তার পর ঘরের আলো নিভিয়ে দিন।
advertisement
4/5
এবার সেই জলভর্তি কাচের গ্লাসে এক চিমটি হলুদ অথবা একটি ভাঙা ভিটামিন বি২ ক্যাপসুল টুক করে দিয়ে ফেলে দিন। হলুদগুঁড়ো জলে মিশতে শুরু করলেই হবে আলোর ম্যাজিক। উজ্জ্বল হলুদ আলোর আভায় ঘরের চেহারা বদলে যাবে ধীরে ধীরে।
advertisement
5/5
হলুদ গুঁড়োর কিউরকুমিন আলোকে প্রতিফলিত করে। ফলে সেই আলো অন্ধকারে প্রিজমের মতো কাজ করে। গোটা ঘর ঝলমল করে উঠবে সেই আলোতে। আর আপনি গোটা প্রক্রিয়ার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Glowing water Trend: কাচের গ্লাসে হলুদ, আলোর ম্যাজিক ঘরে! সোশ্যাল মিডিয়ায় 'গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড' ব্যাপারটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল