Chalta fruit English Term : ভরপুর পুষ্টি, চাটনি হোক বা আচার, স্বাদের জুড়ি নেই, বলুন তো চালতার ইংরেজি কী? ৯৯ শতাংশই ডাহা ফেল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chalta fruit English Term : গ্রামবাংলায় এখনও এই ফলের রমরমা! যদিও শহুরে বাঙালিরা চালতা সহজে হাতে পান না। কিন্তু জানেন কি, এই ফলের যেমন স্বাদ, তেমনই এর গুণ।
advertisement
1/6

গ্রামবাংলায় এখনও এই ফলের রমরমা! যদিও শহুরে বাঙালিরা চালতা সহজে হাতে পান না। কিন্তু জানেন কি, এই ফলের যেমন স্বাদ, তেমনই এর গুণ।
advertisement
2/6
পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ এই ফল লিভারের রোগকে শরীরে বাসা বাঁধতে দেয় না। এছাড়া প্রোটিন ও কার্বোহাইড্রেটের সন্ধানও মেলে চালতা ফলে।
advertisement
3/6
অ্যান্টিঅক্সিডেন্ট এই ফলে পটাসিয়ামও রয়েছে। একইসঙ্গে ক্যানসার রোগ দূরে রাখতে সাহায্য করে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। ডায়াবেটিক রোগীদের জন্যেও এই ফল বেশ উপকারী।
advertisement
4/6
এই ফলে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট যেমন ট্যানিন, স্যাপোনিন এবং স্টেরল। যার সাহায্যে মানসিক রোগ থেকেও মুক্তি মেলে। অবসাদ হোক অ্যাংজাইটি, এই ফল খুব উপকারী।
advertisement
5/6
তা ছাড়া হেঁসেলে এই ফলের দাপট বেশ লক্ষনীয়। চালতার চাটনি, চালতার আচার, পাশাপাশি বিভিন্ন পদে টমেটোর বদলে অনেকে চালতা দিতেও পছন্দ করেন।
advertisement
6/6
এই ফলকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯ শতাংশ মানুষই হয়তো জানেন না। এই ফলের বাজারচলতি এবং পোশাকি নাম, এলিফ্যান্ট অ্যাপেল Elephant Apple।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Chalta fruit English Term : ভরপুর পুষ্টি, চাটনি হোক বা আচার, স্বাদের জুড়ি নেই, বলুন তো চালতার ইংরেজি কী? ৯৯ শতাংশই ডাহা ফেল