TRENDING:

Hasimara Railway Station Siren: সব 'নর্মাল' চলছিল, হঠাৎ করে সাইরেন বাজতেই আতঙ্কে যাত্রীরা! হাসিমারা রেল স্টেশনে চাঞ্চল্য ভরদুপুরে

Last Updated:
আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত হাসিমারা রেল স্টেশনটির গুরুত্ব অপরিসীম। বছরের বিভিন্ন সময় এই স্টেশনে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়।
advertisement
1/5
সব 'নর্মাল' চলছিল, হঠাৎ করে সাইরেন বাজতেই আতঙ্কে যাত্রীরা! হাসিমারা রেল স্টেশনে চাঞ্চল্য
হঠাৎ করেই হাসিমারা রেল স্টেশনে বেজে উঠল সাইরেন। আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন যাত্রীরা। ছুটে এলেন দমকল, এনডিআরএফ কর্মীরা। রেল পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন।
advertisement
2/5
আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত হাসিমারা রেল স্টেশনটির গুরুত্ব অপরিসীম। বছরের বিভিন্ন সময় এই স্টেশনে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। স্টেশনের সামনে রয়েছে হাসিমারা বায়ু সেনা ছাউনি, ভারতীয় সেনাঘাঁটি।
advertisement
3/5
যাত্রীদের একটু ঘাবড়ে যেতে দেখে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভয়ের কিছু নেই এটি একটি মকড্রিল। রেল দুর্ঘটনা বা ট্রেনে হঠাৎ করে আগুন লাগলে কী কী করে থাকে রেল, তা যাত্রীদের দেখানো হল। তারা যাতে বিষয়গুলি নিয়ে অবগত হয়, তার প্রচেষ্টা করা হল।
advertisement
4/5
এই মক ড্রিলের মাধ্যমে যাত্রীদের দেখানো হল, হঠাৎ করে ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে সেটিকে দাঁড় করিয়ে খবর দেওয়া হয় এনডিআরএফ দলকে। পাশাপাশি মেডিকেল টিম গঠন করা হয়। যারা আহত তাঁদের সেখানেই চিকিৎসা দেওয়ার কাজ শুরু করেন মেডিকেল টিমের কর্মীরা ।
advertisement
5/5
হাসিমারা রেল পুলিশের আধিকারিক রুনু বর্মন জানান, " ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল এই মক ড্রিলের বিষয়ে। তারপর এনডিআরএফ-এর দলের সঙ্গে যোগাযোগ করা হল। কোনও রকম আগাম সূচনা না দিয়েই আমরা যাত্রীদের সামনে এই মকড্রিল করে দেখাই। সবটা তাদের সতর্কতার জন্য। "
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Hasimara Railway Station Siren: সব 'নর্মাল' চলছিল, হঠাৎ করে সাইরেন বাজতেই আতঙ্কে যাত্রীরা! হাসিমারা রেল স্টেশনে চাঞ্চল্য ভরদুপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল