TRENDING:

Whale Vomit Research: এই জিনিসটি কী জানেন তো? সোনা-হিরে কিছুই নয়, তবু দাম কোটি টাকা! পরিচয়ে চমকে উঠবেন

Last Updated:
Whale Vomit Research: এই মাছ সমুদ্রের অনেক কিছু খায়। যখন সে এই জিনিসগুলি হজম করতে পারে না, তখন তা বমি করে ফেলে।
advertisement
1/7
এই জিনিসটি কী জানেন তো? সোনা-হিরে কিছুই নয়, তবু দাম কোটি টাকা! পরিচয়ে চমকে উঠবেন
অ্যাম্বারগ্রিস। নাম শুনেছেন? না না গ্রিসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। হোয়েল মানে তিমির সঙ্গে সরাসরি যোগ আছে। মনে আছে তো, ব্লু হোয়েল নিয়ে কত কাণ্ডই না হয়েছিল ক’বছর আগে। এই তিমি নীল নয়, স্পার্ম– স্পার্ম তিমি।
advertisement
2/7
এর সঙ্গে অ্যাম্বারগ্রিসের গলায় গলায় সম্পর্ক। গলায় গলায় কেন? তিমির গলা দিয়েই তো উঠে আসে এই পদার্থ। অ্যাম্বারগ্রিস সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা অবশ্য গলার বদলে নাকে হাত দিচ্ছেন।
advertisement
3/7
এই মাছ সমুদ্রের অনেক কিছু খায়। যখন সে এই জিনিসগুলি হজম করতে পারে না, তখন তা বমি করে ফেলে। সেফালোপড জাতীয় প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করলে, তিমি অনেকক্ষেত্রে সেটিকে বমি করে দেয় এবং যার ফলে এই পদার্থটি মেলে। অ্যাম্বারগ্রিস ধূসর বা কালো রঙের একটি কঠিন পদার্থ। এটি পাথরের মতো শক্ত পদার্থ। শুধুমাত্র স্পার্ম হোয়েল এই অ্যাম্বারগ্রিসের উৎস।
advertisement
4/7
স্পার্ম তিমির যৌন ক্ষমতা আসে বেশ তাড়াতাড়ি। ৭ থেকে ১৩ বছরের মধ্যেই যৌন ভাবে সক্ষম হয়ে ওঠে। তখনও ব্রেনের পুরো পরিপক্কতা অনেক দূর, তা আসতে আসতে ২৫ থেকে ৪৫ বছর। এরা বাঁচে মোটামুটি ৬২ বছর। পুরুষ স্পার্ম তিমি আকারে মেয়েদের তুলনায় অনেকটাই বড় হয়। এই তিমির দাঁতের মাধুর্য রয়েছে।
advertisement
5/7
তিমি মাছের অন্ত্র থেকে বেরিয়ে আসা এই পদার্থ থেকে গন্ধ আসে। কিন্তু সুগন্ধি পারফিউম তৈরির কোম্পানিগুলি এটি ব্যবহার করে। এ কারণে পারফিউমের সুগন্ধ অনেকক্ষণ ধরে থাকে। সুগন্ধি তৈরির কোম্পানিগুলি অনেক দামে কিনে নেয়। এটি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়।
advertisement
6/7
অ্যাম্বারগ্রিস যৌন সমস্যার চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এসব কারণে এর দাম এত বেশি। তাই তিমি মাছের বমিকে বিজ্ঞানীরা ‘ভাসমান সোনা’ বলে থাকেন। বিজ্ঞানীদের মতে, তিমি মাছের বমিতে অ্যালকোহল থাকে। কিন্তু প্রথমে, এর গন্ধ মলের মতো হয়। ধীরে-ধীরে তা কাদামাটির মতো হতে থাকে।
advertisement
7/7
তারপর জলে থাকা অবস্থায়, তা ঠাণ্ডা হয়ে পাথরের মতো হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এটি পেতে কিছু লোক অবৈধভাবে তিমি মাছ শিকার করে পাচার করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Whale Vomit Research: এই জিনিসটি কী জানেন তো? সোনা-হিরে কিছুই নয়, তবু দাম কোটি টাকা! পরিচয়ে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল