TRENDING:

ফুলশয্যার রাতেই...! বর-কনে করে বসলেন চরম 'লজ্জার' কাজ! ছাড়ালেন সব সীমা! তারপর কী হল শোবার ঘরে...? কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া

Last Updated:
Wedding Viral Story: জানলে আশ্চর্য হবেন যে বিয়ের রাতের ভিডিও নিজেই শেয়ার করেছেন এই পাত্র-পাত্রী। চরম ভাইরাল এই ভিডিওতে এঁদের সব সীমা অতিক্রম করতে দেখা গিয়েছে। ভিডিওর ক্লিপিংসে বেডরুমের ভিতরে যা ঘটল তা বিস্ময়কর।
advertisement
1/11
ফুলশয্যার রাতেই! বর-কনে করে বসলেন চরম 'লজ্জার' কাজ! ছাড়ালেন সব সীমা! তারপর কী হল শোবার ঘরে
... বিয়ের মরশুম চলছে। আর এই মরশুম জুড়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বিয়ের নানা মুহূর্তের ছবি। সেইসব মুহূর্ত যেমন মজার, রঙিন তেমনই আবার কখনও এতটাই অবাক করা যে নেটিজেনদের মাথা ঘুরিয়ে দেয় মুহূর্তে।
advertisement
2/11
আসলে সোশ্যাল মিডিয়ার এই যুগে ট্রেন্ডে থাকতে, ভাইরাল মাঝে মাঝে মানুষ এমন কিছু করে বসে যা সব সীমা পরিসীমা ছাড়িয়ে যাওয়ার মতো হয়ে যায়। যা দেখে মানুষ একদিকে যেমন অবাক হয়ে যান, তেমনই ওঠে নিন্দার ঝড়।
advertisement
3/11
জনপ্রিয় হতে গিয়ে বা ফলোয়ার্স বাড়াতে গিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় জীবনের যে কোনও ধরণের ভিডিও পোস্ট করতেও পিছুপা হয় না। সোশ্যাল মিডিয়ায় কেউ স্টান্ট করেন, আবার কেউ শেয়ার করেন মেয়েকে প্রপোজ করার মুহূর্ত।
advertisement
4/11
বিয়ের মরশুমে বর-কনেরাও তাদের বিয়ের ভিডিও শেয়ার করে মতামত সংগ্রহ করতে চান। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেউ তাদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলিও ভাগ করতে দ্বিধা করেন না, কিন্তু তাই বলে বিয়ের রাতের ভিডিও?
advertisement
5/11
শুনেই আঁতকে উঠছেন! কিন্তু আদতে সোশ্যাল মিডিয়ায় এক বর-কনে এবার যা শেয়ার করে বসলেন যে দেখলেই চোখ ঢাকছেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরাও।
advertisement
6/11
জানলে আশ্চর্য হবেন যে বিয়ের রাতের ভিডিও নিজেই শেয়ার করেছেন এই পাত্র-পাত্রী। চরম ভাইরাল এই ভিডিওতে এঁদের সব সীমা অতিক্রম করতে দেখা গিয়েছে। ভিডিওর ক্লিপিংসে বেডরুমের ভিতরে যা ঘটল তা বিস্ময়কর।
advertisement
7/11
ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। হাজার হাজার মানুষ এই ভিডিওটি শেয়ারও করেছেন। ভিডিওটিতে স্বাভাবিক ভাবেই বর-কনে দুজনকেই বেশ রোমান্টিক দেখাচ্ছিল।
advertisement
8/11
ভিডিওটির ক্যাপশন ছিল, 'সুহাগরাত ভলগে স্বাগতম।' ভিডিওতে এক দম্পতিকে তাদের শোবার ঘরে দেখা যায়। সেখানে ফুলশয্যার মতোই নিয়মমতো সারা বিছানা সুন্দর ফুল দিয়ে সজ্জিত এবং বোঝাই যাচ্ছিল এটি ওই দম্পতির বিয়ের প্রথম রাত।
advertisement
9/11
ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে ছেলেটিকে বলতে শোনা যায়,এটি তাদের বিয়ের রাত। তিনি ও তাঁর স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এরপর ভিডিওটিতে এবং তারপর দুজনেই তাদের বিছানা দেখান। আর এরপরেই ভিডিওটিতে ছেলে ও মেয়েটিকে একে অপরকে চুমু খেতে দেখা যায়।
advertisement
10/11
এখন পর্যন্ত এই ভিডিওটি ১৫ লাখের বেশি বার দেখা হয়েছে। সুনন্দা রায় নামে এক মহিলাও এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে নবপরিণীতা স্বামী-স্ত্রী দুজনেই একে অপরকে চুমু খাচ্ছেন, যা অবশ্য ভিডিওতে ঝাপসা দেখায়।
advertisement
11/11
কিন্তু এখানেই এসেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ভাবুন আজকাল মানুষ জনপ্রিয়তার লোভে কোন দিকে যাচ্ছেন! নবদম্পতি এমনকি তাঁদের বিয়ের রাতের ভিডিও শেয়ার করে আসলে কী বার্তা দিতে চান?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ফুলশয্যার রাতেই...! বর-কনে করে বসলেন চরম 'লজ্জার' কাজ! ছাড়ালেন সব সীমা! তারপর কী হল শোবার ঘরে...? কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল