Wedding Night: দিনের পর দিন শারীরিক সম্পর্ক, লুকিয়ে বিয়েও করেন মন্দিরে, ফের দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েই সব শেষ! তারপরই ঘটে গেল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Wedding Night: বিয়ের খুশির মধ্যে আচমকাই নেমে এল শোকের ছায়া৷ ইউপির গোরখপুরের শাহপুর এলাকায় জোরকদমে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু আচমকাই সেখানে হাজির হন পুলিশ৷ মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাই পাল্টে যায়৷
advertisement
1/6

বিয়ের খুশির মধ্যে আচমকাই নেমে এল শোকের ছায়া৷ ইউপির গোরখপুরের শাহপুর এলাকায় জোরকদমে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু আচমকাই সেখানে হাজির হন পুলিশ৷ মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাই পাল্টে যায়৷
advertisement
2/6
বিয়ের মন্ডপ থেকে বরকে গ্রেফতার করে পুলিশ, যার কারণে নিমেষের মধ্যে বিয়ে ভেঙে যায়। কিন্তু কী কারণে এমনটা ঘটেছে, যা জানলে আঁতকে উঠবেন আপনিও৷
advertisement
3/6
গোরখপুরের মহেন্দ্র রাজ বিছিয়ার বাসিন্দা। গত ৭ বছর ধরে শাহপুরের এক তরুণীর সঙ্গে লিভ-ইন রিলেশনে ছিলেন তিনি। মেয়েটির অভিযোগ, মহেন্দ্র তাকে মন্দিরে বিয়ে করে স্ত্রীর মতো ভাড়া বাড়িতে রেখেছিল। এ সময় দু'জনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। মেয়েটির বারবার পরিবারে কথা তুলতেই মহেন্দ্র তাকে তাড়াহুড়ো না করতে বলেছিল।
advertisement
4/6
মহেন্দ্র এই সম্পর্কের কথা তার পরিবারকে না জানিয়ে গোপনে গোরক্ষনাথ এলাকায় তার দ্বিতীয় বিয়ে ঠিক করে। তিলক অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে হয়েছিল, কিন্তু বিয়ের দিন মহেন্দ্রর সব গোপন সত্য বেরিয়ে আসে।
advertisement
5/6
বিয়ের অনুষ্ঠানে মহেন্দ্রর স্ত্রী এসে সটান জানায় যে, সে মহেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলে সে তাকে আবার বিয়ে করার কথা স্বীকার করে এবং পুলিশে অভিযোগ করলে তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়।
advertisement
6/6
ছেলেটির থেকে এই হুমকি পাওয়ার পর তরুণী সরাসরি শাহপুর থানায় গিয়ে পুরো ঘটনাটি জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং তদন্তের পর মহেন্দ্র রাজের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে। মেয়ের অভিযোগ নিশ্চিত হওয়ার পর বিয়ে ভেঙে দেয় মেয়ের পরিবার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Wedding Night: দিনের পর দিন শারীরিক সম্পর্ক, লুকিয়ে বিয়েও করেন মন্দিরে, ফের দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েই সব শেষ! তারপরই ঘটে গেল...