TRENDING:

ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ...দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে 'জলাধার' নিমেষে!

Last Updated:
Water Tank Cleaning: বাড়ির জলাধারে জমেছে কাদা বা ছত্রাক? দুর্গন্ধে ভুগছেন? জেনে নিন বিশেষজ্ঞদের সহজ টিপস—কীভাবে মাত্র কয়েক মিনিটে ট্যাঙ্ক হবে একদম পরিষ্কার।
advertisement
1/6
ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ...দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে 'জলাধার' নিমেষে!
Water Tank Cleaning Tips: বাড়ির জলাধারের জলই আমরা খাই, স্নান করি, রান্নায় ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, সেই ট্যাঙ্কের ভিতরে কী অবস্থায় জল থাকে? যদি দীর্ঘদিন পরিষ্কার না করা হয়, তবে ট্যাঙ্কে ছত্রাক, শ্যাওলা ও কাদা জমে যায়। এর ফলে জলের গুণমান নষ্ট হয়, তৈরি হয় দুর্গন্ধ, আর তাতে বাড়ে স্বাস্থ্যঝুঁকি। তাই নিয়মিত জলাধার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। দেখে নিন, সহজে কীভাবে পরিষ্কার করবেন আপনার বাড়ির ওয়াটার ট্যাঙ্ক।
advertisement
2/6
🧽 ১. বেকিং সোডা ব্যবহার করুন বেকিং সোডা জলাধার পরিষ্কারে দারুণ কার্যকর। এক বালতি গরম জলে দুই টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে ট্যাঙ্কে ঢেলে দিন। ১০ মিনিট অপেক্ষা করে ব্রাশ দিয়ে ট্যাঙ্ক ঘষে নিন। এতে শুধু ময়লা নয়, ট্যাঙ্কের দুর্গন্ধও সম্পূর্ণ দূর হয়ে যায়। মাত্র ১০ মিনিটেই ট্যাঙ্ক হবে একদম নতুনের মতো!
advertisement
3/6
🍶 ২. ভিনেগারের সাহায্যে পরিষ্কার করুন এক বালতি জলে কিছুটা ভিনেগার মিশিয়ে ট্যাঙ্কে ঢেলে দিন। ৫ মিনিট রেখে দিন। ভিনেগারের এসিড ট্যাঙ্কের দেওয়ালে জমে থাকা শ্যাওলা ও দাগ ঢিলে করে দেয়। এরপর জলটা ফেলে দিন আর ট্যাঙ্ক শুকিয়ে নিন।
advertisement
4/6
🍋 ৩. লেবুর রসেও দারুণ কাজ হয় লেবুর রসের সঙ্গে সামান্য লবণ গরম জলে মিশিয়ে কাপড়ে ভিজিয়ে ট্যাঙ্কের দেওয়ালে মুছুন। লেবুর অ্যাসিড ময়লা, দাগ, ও দুর্গন্ধ দূর করে ট্যাঙ্ককে চকচকে করে তোলে।
advertisement
5/6
💧 ৪. নিয়মিত পরিষ্কার রাখুন ট্যাঙ্ক জলাধার নিয়মিত পরিষ্কার রাখলে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া ও রোগজীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। পরিষ্কার ট্যাঙ্ক মানেই বিশুদ্ধ জল, আর বিশুদ্ধ জল মানেই সুস্থ জীবন। বিশেষজ্ঞদের পরামর্শ, মাসে অন্তত একবার ট্যাঙ্ক পরিষ্কার করা উচিত।
advertisement
6/6
দ্রষ্টব্য: এই তথ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং স্বাস্থ্যসংক্রান্ত সাধারণ পরামর্শের ভিত্তিতে দেওয়া হয়েছে। ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ...দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে 'জলাধার' নিমেষে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল