সিরিয়ালের মেকি দুর্গাপুজো নয়, দেখে নিন রাণী রাসমণির বাড়ির দুর্গাপুজোর আসল ছবি
Last Updated:
advertisement
1/7

জানবাজারের এই প্রাচীন দুর্গাপুজোটি ‘রানি রাসমণির পুজো’ নামে অধিক পরিচিত হলেও ১৭৯৪-তে পুজোটির সূচনা করেছিলেন রাসমণির শ্বশুর জমিদার এবং ব্যবসায়ী কৈবত্য সম্প্রদায়ভুক্ত প্রীতরাম মাড়।
advertisement
2/7
প্রীতরাম মাড়ের পুজো হিসেবে এটাকে কেউ সেভাবে মনে না রখালেও রাণী রাসমনির বাড়ির পুজো হিসেবে এর জনপ্রিয়তা তুঙ্গে ৷ এই সময় যেমন পরিবারের আত্মীয়রা সকলে আসেন ঠিক তেমনিই প্রচুর মানুষ শুধু সেই প্রাচীন ঐতিহ্যের স্পর্শ নিতে আসেন এই পুজোয় ৷ বর্তমান ১৩ রানি রাসমনি রোডের বাড়িতে এই শতাব্দী প্রাচীন পুজোটি হয় ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
advertisement
3/7
আশ্বিনের শুক্লপ্রতিপদ থেকে বোধন বসে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে কুমারীপুজো হয়। Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
advertisement
4/7
প্রতিটা বনেদি বাড়ির পুজোর যেরকম নিজস্ব রীতি থাকে রাণী রাসমনির বাড়িও তার থেকে ব্যতিক্রম নয় ৷ নিজেদের মতো করে ‘মা’-কে করা হয় ভোগ নিবেদন ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
advertisement
5/7
আগে এখানে পশুবলির প্রচলন থাকলেও বর্তমানে সেই চল আর নেই ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
advertisement
6/7
সারা বছরের কর্মকাজের ব্যস্ততা মানুষ মানুষের দূরত্ব বেড়ে যায় ৷ কিন্তু এই পুজোর পবিত্র মুহূর্তে সেই দূরত্ব চলে গিয়ে সকলের মিলনোৎসবে পরিণত হয় রাণী রাসমনির এই দুর্গাপুজো ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
advertisement
7/7
একসময়ে যে পুজোয় হাজির হতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব আজও তাঁর সেই মাহাত্ম্য যে দালানে জড়িয়ে রয়েছে সেই আঙিনা হয়ে জীবন্ত শিশুদের কলতানে ৷ পুজোর মিলোৎসব পায় পূর্ণতা এই রাসমণির আঙিনায় ৷যাঁর জীবনের ব্রতই ছিল সকলের জন্য আনন্দ , সকলের জন্য পূণ্যে ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সিরিয়ালের মেকি দুর্গাপুজো নয়, দেখে নিন রাণী রাসমণির বাড়ির দুর্গাপুজোর আসল ছবি