‘বাবাকে একটা চাকরি দিন’, লিঙ্কডইনে দিল্লির তরুণীর পোস্ট ভাইরাল, চোখে জল আসবে আপনারও
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Father-Daughter Job: ‘তরুণী জানিয়েছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তাঁর বাবার চার দশকের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে পেইন্ট শপ সেগমেন্টে।
advertisement
1/7

বাবার কোম্পানিতে টালমাটাল চলছে। দীর্ঘদিন বেতন বন্ধ। পরিবার অথৈ জলে। এই অবস্থায় বাবার জন্য চাকরি খুঁজতে নামলেন মেয়ে। বাবার কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা জানিয়ে লিঙ্কডইনে তাঁর বায়োডাটা পোস্ট করেছেন দিল্লির তরুণী। মেয়ের আর্তি হৃদয় ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
advertisement
2/7
তরুণী জানিয়েছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তাঁর বাবার চার দশকের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে পেইন্ট শপ সেগমেন্টে। বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। শুধু অধীনস্থদের থেকেই নয়, বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও সমীহ আদায় করে নিয়েছেন তিনি।
advertisement
3/7
বাবাকে “বিশ্বস্ত, সহানুভূতিশীল এবং অত্যন্ত প্রতিভাবান” হিসেবে তুলে ধরেছেন, তরুণী, “নিজের জন্য নয়, অটোমোবাইল সেক্টরে (পেইন্ট শপ) একজন পরিশ্রমী, বিশ্বস্ত, সহানুভূতিশীল এবং অত্যন্ত প্রতিভাবান ব্যক্তির চাকরির জন্য এই আবেদন করছি। তিনি আমার বাবা।”
advertisement
4/7
তরুণীর বাবা লিঙ্কডইন-এ নেই। তিনি লিখেছেন, “আমার বাবা কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই খুব একটা ব্যবহার করেন না। তাঁর হয়ে আমি, তাঁর গর্বিত মেয়ে, বাবার রেজ্যুম এবং অভিজ্ঞতার কথা জানাতে চাই। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বাবার ৩০-৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে পেইট শপ সেগমেন্টে। তিনি ম্যানেজার, প্ল্যান্ট হেড, ডিরেক্টর ও সিইও হিসেবে স্বরাজ মাজদা, মারুতি জয়েন্ট ভেঞ্চার, আলফা কোটেক ইন্ডাস্ট্রি, কেডি ইন্ডাস্ট্রিজ প্রভৃতি কোম্পানিতে কাজ করেছেন।”
advertisement
5/7
পোস্টে তরুণী জানিয়েছেন, তাঁর বাবা অত্যন্ত শান্ত, কোমল স্বভাবের মানুষ। কিন্তু জ্ঞানী এবং দক্ষ। পাশপাশি জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের অনেকেই কোম্পানি পরিবর্তন করে হলেও তাঁর সঙ্গেই কাজ করতে চান। বর্তমানে কোম্পানিতে আর্থিক টালমাটাল চলছে। গত এক বছর ধরে বেতন হয়নি। তবু তাঁর বাবা, ওই কোম্পানিতেই কাজ করছেন।
advertisement
6/7
তরুণী লিখেছেন, “কিন্তু এভাবে চলতে পারে না। বাবারও কিছু প্রয়োজন আছে। তাঁর পরিবার আছে। তাই অনেক ভাবনাচিন্তার পর তিনি কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন নতুন চাকরি খুঁজছেন। আমার বাবার এমন একজন প্রার্থী যাঁকে নিলে যে কোনও প্রতিষ্ঠানের লাভ হবে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।”
advertisement
7/7
লিঙ্কডইনে এই পোস্ট ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, “মেয়ে হিসেবে আপনি আপনার বাবার গর্ব। আমিও এক মেয়ের বাবা। আশা করি, জীবনের প্রতিকূল পরিস্থিতি এলে আমার মেয়েও এভাবে আমার পাশে দাঁড়াবে। আপনি আমার মতো অনেক বাবারই হৃদয় ছুঁয়ে গিয়েছেন। আপনি সত্যিই সম্মান পাওয়ার যোগ্য।” আরেকজন ইউজার লিখেছেন, “মনে হত এই প্ল্যাটফর্মের ৯০ শতাংশ পোস্টই আদতে ফালতু। কিন্তু আপনার পোস্ট দেখে সিদ্ধান্ত বদলালাম। সোশ্যাল প্ল্যাটফর্মের সবকিছু খারাপ হয় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
‘বাবাকে একটা চাকরি দিন’, লিঙ্কডইনে দিল্লির তরুণীর পোস্ট ভাইরাল, চোখে জল আসবে আপনারও