TRENDING:

Vrindavan: এই পুকুরে স্নান করে জীবন আলোয় ভরেছে কত নিঃসন্তান দম্পতির! আছে বিশ্বাস আর 'ভগবানের' নাম, কোথায় আছে জানেন এই পুকুর?

Last Updated:
Vrindavan: গোবর্ধনের কাছে এক গ্রামে এমনই এক পুকুর রয়েছে, যা রাধারানি নিজের কাঁকন দিয়ে তৈরি করেছিলেন। এটি রাধা কুণ্ড নামে পরিচিত।
advertisement
1/8
এই পুকুরে স্নান করে জীবন আলোয় ভরেছে কত নিঃসন্তান দম্পতির! জানুন এর মাহাত্ম্য
অনেকেই বলেন, ভগবানের বাস ভক্তের মনের ভিতরে। খাঁটি কথা। তবে, ভারতে এমন স্থানও আছে যেখানে ভগবানের লীলা উপলব্ধি করতে অসুবিধা হয় না, তাঁকে সেখানে নাকি খুঁজেও পাওয়া যায়।
advertisement
2/8
এই যেমন ব্রজধাম কৃষ্ণলীলার সাক্ষী! তবে শুধুই কৃষ্ণ নয়, ব্রজে কৃষ্ণের মনের মানুষ রাধারানির অসীম লীলাও সচক্ষে প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ হয়। গোবর্ধনের কাছে এক গ্রামে এমনই এক পুকুর রয়েছে, যা রাধারানি নিজের কাঁকন দিয়ে তৈরি করেছিলেন। এটি রাধা কুণ্ড নামে পরিচিত।
advertisement
3/8
রাধা কুণ্ডের সেবাইত পুরোহিত মুকেশ পণ্ডিত লোকাল 18-কে জানিয়েছেন যে, ভগবান শ্রীকৃষ্ণের শহরে গোবর্ধন গিরি প্রদক্ষিণের পথে একটি অলৌকিক পুকুর রয়েছে যা রাধা কুণ্ড নামে পরিচিত। এই পুকুর সম্পর্কে একটি বিশ্বাস আছে যে, কার্তিক কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে এখানে নিঃসন্তান দম্পতি একসঙ্গে স্নান করলে তাঁদের সন্তান লাভ হয়।
advertisement
4/8
তিনি জানিয়েছেন যে, নারদের পরামর্শে শ্রীকৃষ্ণ তাঁর বাঁশি দিয়ে এই পুকুরটি খনন করেছিলেন এবং সমস্ত তীর্থযাত্রীদের সেই পুকুরে আসার আহ্বান জানিয়েছিলেন। তীর্থযাত্রীরা সেই পুকুর দর্শনে এবং সেখানে স্নানে এসেছিলেন। তা দেখে রাধারানিও নিজের কাঁকন দিয়ে একটি পুকুর খনন করেন। শ্রীকৃষ্ণ যখন সেই পুকুরটি দেখেন, তখন তিনি তাঁকে এটি পুণ্যস্নাত হওয়ার বর দিতে বলেন, এও চান তা যেন বিখ্যাত হয়। এর পর এই পুকুরটি রাধা কুণ্ড নামে প্রসিদ্ধ হয়।
advertisement
5/8
পুরাণে শ্রীকৃষ্ণএর এই কুণ্ড সম্পর্কিত একটি গল্প বর্ণিত আছে। কংস ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে অরিষ্টাসুর নামে এক রাক্ষসকে পাঠিয়েছিলেন। অরিষ্টসুর গরুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের গাভীদলের সঙ্গে যোগ দিয়ে তাঁকে বধ করতে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই রাক্ষসকে চিনতে পেরেছিলেন।
advertisement
6/8
এরপর শ্রীকৃষ্ণ সেই রাক্ষসকে ধরে মাটিতে ফেলে মেরে ফেলেন। তা দেখে রাধারানি শ্রীকৃষ্ণকে বলেন যে, তিনি গোহত্যার পাপ করেছেন। এই পাপ থেকে পরিত্রাণ পেতে, তাঁর উচিত সমস্ত পবিত্র স্থান পরিদর্শন করা।
advertisement
7/8
রাধারানির কথা শোনার পর শ্রীকৃষ্ণ নারদজির কাছে এই সমস্যার সমাধান চাইলেন। দেবর্ষি নারদ তাঁকে সমস্ত পবিত্র স্থানের জলকে আহ্বান করার এবং তা একসঙ্গে মিশিয়ে স্নান করার কথা বলেছিলেন, যার ফলে তিনি গোহত্যার পাপ থেকে মুক্তি পাবেন।
advertisement
8/8
সেই মতো শ্রীকৃষ্ণ একটি পুকুরে সমস্ত তীর্থস্থানের জলকে আহবান করেন এবং সেই পুকুরে স্নান করে তিনি পাপমুক্ত হন। এই পুকুরটিকে বলা হয় কৃষ্ণ কুণ্ড, যেখানে স্নান করে শ্রীকৃষ্ণ গোহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই পুকুরটি শ্রীকৃষ্ণ তাঁর বাঁশি দিয়ে খনন করেছিলেন বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vrindavan: এই পুকুরে স্নান করে জীবন আলোয় ভরেছে কত নিঃসন্তান দম্পতির! আছে বিশ্বাস আর 'ভগবানের' নাম, কোথায় আছে জানেন এই পুকুর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল