Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোয় বিভিন্ন যন্ত্রপাতির পুজো কেন করা হয়? এ বছর কত তারিখে পুজো? জানুন
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Vishwakarma Puja 2023: এ বছর কত তারিখে বিশ্বকর্মা পুজো? জানুন এই পুজোর কিছু তথ্য
advertisement
1/5

বিভিন্ন পেশার মানুষজন বিশ্বকর্মা পুজো করে থাকেন মূলত বিশ্বকর্মা পুজোয় বিভিন্ন যন্ত্রাংশের পুজো করা হয় ভাল ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনের জন্যই এই পূজা করা হয়। (Reported By: Souvik Roy)
advertisement
2/5
বিশেষ করে কারখানা বড় বড় শিল্প প্রতিষ্ঠান দোকান সমস্ত রকমের গাড়ির পুজোর দ্বারা বিশ্বকর্মা পুজো পালন করা হয়। কথিত আছে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। (Reported By: Souvik Roy)
advertisement
3/5
সাধারণত ভাবে বিশ্বকর্মা পুজো ইংরেজি ক্যালেন্ডার হিসেবে ১৭ সেপ্টেম্বর পড়ে, তবে উল্লেখিত পাঁচ মাসের মধ্যে যদি কোন মাস ২৯ দিন থাকে তবে সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ একদিন এগিয়ে কিংবা একদিন পিছিয়ে পড়ে।(Reported By: Souvik Roy)
advertisement
4/5
তবে পঞ্জিকার মতে সেটি খুব ব্যতিক্রমী একটি ঘটনা, সর্বশেষ ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর এই পুজো উদযাপিত হয়েছিল সেই কারণে এই বছর ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উদযাপিত হবে। (Reported By: Souvik Roy)
advertisement
5/5
ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিশ্বকর্মার মূর্তি তৈরি কাজ সম্পন্ন হয়েছে আবার কোথাও কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিশ্বকর্মা পুজোর দিনেই রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে, শুধু খাওয়া দাওয়া নয় বিভিন্ন জায়গায় এই বিশ্বকর্মা পুজোর দিনকে সমবেতভাবে ঘুরি ওড়ানোর নিয়ম নীতি রয়েছে।(Reported By: Souvik Roy)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোয় বিভিন্ন যন্ত্রপাতির পুজো কেন করা হয়? এ বছর কত তারিখে পুজো? জানুন