TRENDING:

Viral Wife Of Delhi:দিল্লির এই মহিলার বিয়ের 'নেশা',সাতটা স্বামী,কিন্তু বিয়ের পরই মাথা ঠোকেন স্বামীরা,কেন জানেন? পড়ুন

Last Updated:
মহিলার সাতটা স্বামী, এক জনের সঙ্গেও ডিভোর্স হয়নি কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই স্বামীদের মাথায় হাত
advertisement
1/6
দিল্লির এই মহিলার বিয়ের 'নেশা',সাতটা স্বামী,কিন্তু বিয়ের পরই মাথা ঠোকেন স্বামীরা,কেন?
একজন বা দু’জন নয়, দিল্লির এই মহিলার সাতজন স্বামী।  দিল্লির বিভিন্ন এলাকার বিভিন্ন ছেলেকে বিয়ে করেছেন মহিলা এবং তাও ডিভোর্স না নিয়েই। ভারতে যেখানে বিয়েকে পবিত্র সম্পর্ক বলে মনে করা হয়, সেখানে তিনি বিয়েকে তামাশা করে তুলেছেন, বিভিন্ন ছেলেকে বিয়ে করে টাকা লুঠ করে পালিয়েছেন। কী বলছেন মহিলার সপ্তম স্বামী?
advertisement
2/6
মহিলার সপ্তম স্বামী সুরজ সাইনি জানান, তাঁর স্ত্রীর নাম জ্যোতি, ডাকনাম কিট্টু। সুরজ সাইনির দাবি, মাত্র ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রীর সত্যতা সম্পর্কে জানতে পারেন। জানতে পারেন জ্যোতি ইতিমধ্যে অনেকের সঙ্গে বিবাহিাত এবং সেই সমস্ত ছেলেরা দিল্লির বাসিন্দা। সুরজ জানান, জ্যোতি প্রথমে ছেলেদের নিজের প্রেমের ফাঁদে ফেলেন, পরে জোর করে হুমকি দিয়ে বিয়ে করেন এবং পরে নির্যাতন করে টাকা নিয়ে পালিয়ে যান।
advertisement
3/6
সুরজ জানান, জ্যোতি নাংলোইয়ের বাসিন্দা। তাঁরা নিজেদের এলাকায় একটি জাগরণে দেখা করেছিলেন। যেখানে কথা বলতে বলতে তাঁরা দুজনেই প্রেমে পড়েন এবং জ্যোতি গর্ভবতী হয়ে পড়েন। এর পর সে সুরজকে বিয়ের জন্য চাপ দেন জ্যোতি। বিয়ের পর সে শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে নাংলোইতে থাকতে শুরু করেন। মেয়েটির বাবা-মায়ের বাড়িও কাছেই ছিল।
advertisement
4/6
সুরজ জানান, বিয়েটা বেশ কিছুদিন ভাল চললেও কয়েক মাস পর জ্যোতি তাঁর ওপর নির্যাতন শুরু করেন, গালাগালি, হুমকি দিতে থাকেন। অন্য দিকে, মেয়েটির বাবা-মাও এসে হুমকি দিত তাঁকে মেরে ফেলবে। এভাবে এক বছর ধরে বিষয়টি চলতে থাকে, এরপর তাঁর স্ত্রী আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
advertisement
5/6
সুরজ জানান, জ্যোতি এখনও পলাতকা, তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এমনকি তার জামিন হাই কোর্ট খারিজ করে দিয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে।
advertisement
6/6
পুলিশ মেয়েটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁরা একটি পুরনো নথি দেখিয়ে জানান যে, তাঁরা মেয়েকে ৫ বছর আগে তাড়িয়ে দিয়েছেন এবং মেয়ের সঙ্গে তাঁদের কোনওরকম সম্পর্ক নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Wife Of Delhi:দিল্লির এই মহিলার বিয়ের 'নেশা',সাতটা স্বামী,কিন্তু বিয়ের পরই মাথা ঠোকেন স্বামীরা,কেন জানেন? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল