TRENDING:

Wedding viral news: বিয়েতে চটুল নাচে মত্ত নর্তকীরা, হঠাৎ বরকে তুলে নিয়ে গেলেন গোপন স্থানে, তারপর...

Last Updated:
Wedding viral news: বিহারের গোপালগঞ্জে বিয়ের মণ্ডপে ঘটল অবাক করার ঘটনা। বিয়ের অনুষ্ঠান থেকেই বরকে তুলে নিয়ে গেলেন মহিলা নর্তকীরা।
advertisement
1/5
বিয়েতে চটুল নাচে মত্ত নর্তকীরা, হঠাৎ বরকে তুলে নিয়ে গেলেন গোপন স্থানে, তারপর...
বিহারের গোপালগঞ্জে বিয়ের মণ্ডপে ঘটল অবাক করার ঘটনা। বিয়ের অনুষ্ঠান থেকেই বরকে তুলে নিয়ে গেলেন মহিলা নর্তকীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিহারের গোপালগঞ্জের দিঘওয়া দুবৌলি গ্রামে। Image: AI
advertisement
2/5
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে। দুজনেই বর এমন কনের সাজে গলায় মালা দিয়ে উপস্থিত। ঠিক সাতপাক ঘোরার আগেই পণ চেয়ে বসলেন বর। তারপরেই বিয়ের আসরে ঘটল তুলকালাম। Image: AI
advertisement
3/5
নর্তকীরা নাচ শেষ করে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু অতিথিরা নর্তকীদের তখনও নাচতে জোর দেন। এর পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, সেই ঘটনায় নর্তকী মুসকান কিন্নর আহত হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
4/5
রাত ২ টার দিকে, মুসকান তার নাচের দল নিয়ে ফিরে আসেন, এবং কনের পরিবারের সদস্যদের উপর হামলা চালান এবং তারপরে বরকে স্থান থেকে তুলে নিয়ে যান। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, ঘটনার ৯ ঘণ্টা পর সিওয়ান জেলা থেকে বরকে উদ্ধার করে। Image: AI
advertisement
5/5
"বর অপহরণের কথা জানার পরেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বরকে উদ্ধার করে। আয়োজক, অতিথি এবং নাচের দলের মধ্যে টাকা নিয়ে অশান্তি শুরু হয়েছিল," গোপালগঞ্জ এসপি অবধেশ দীক্ষিত সাংবাদিকদের বলেন। Image: AI
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Wedding viral news: বিয়েতে চটুল নাচে মত্ত নর্তকীরা, হঠাৎ বরকে তুলে নিয়ে গেলেন গোপন স্থানে, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল