TRENDING:

Viral Wedding News: বিয়ের দিনই বরের প্রিয় বন্ধুর সঙ্গে এক ঘরে কনে, তারপর? আংটি পরানোর মুহূর্তে যা কাণ্ড ভাবতে পারবেন না!

Last Updated:
Viral Wedding News: প্রেম বড়ই অদ্ভুত। কখন যে কার জন্য অনুভূতি তৈরি হয়, তা কেউই বলতে পারেন না। এমনই প্রেমের বহিঃপ্রকাশের এক কাণ্ড ঘটল বিয়ের আসরে।
advertisement
1/8
বিয়ের দিনই বরের প্রিয় বন্ধুর সঙ্গে একঘরে কনে, তারপর? আংটি পরানোর সময় সব ফাঁস!
প্রেম বড়ই অদ্ভুত। কখন যে কার জন্য অনুভূতি তৈরি হয়, তা কেউই বলতে পারেন না। এমনই প্রেমের বহিঃপ্রকাশের এক কাণ্ড ঘটল বিয়ের আসরে।
advertisement
2/8
বিয়ের দিন, সমস্ত আত্মীয়-স্বজন হাজির। পাত্র-পাত্রীর বন্ধুবান্ধবরাও হাজির। আর সেখানেই ঘটে গেল এমন কাণ্ড যে বরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল তাঁরই প্রিয় বন্ধুর।
advertisement
3/8
নববধূ ও বরকে দেখতে তখন হুড়োহুড়ি। কিন্তু আচমকাই কনেকে দীর্ঘ সময় খুঁজে পাওয়া যাচ্ছে না।
advertisement
4/8
খোঁজ পড়তেই জানা গেল ঘরের ভিতর কারও সঙ্গে কথা বলছেন তিনি। খানিক পর দেখা গেল, ঘর থেকে বেরিয়ে এলেন নববধূ ও বরের প্রিয় বন্ধু।
advertisement
5/8
এ পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বাঁধল, আংটি বদলের সময়। বরের বেস্ট ম্যান হিসেবে তাঁর প্রিয় বন্ধু সকলের সামনে কনের প্রতি ভালবাসা ও প্রেমের কথা ব্যক্ত করে বসলেন।
advertisement
6/8
ঘটনাটি ঘটে নিউ ইয়র্কে। বিয়ের আসলে বর ও কনের সামনে প্রিয় বন্ধু বলতে থাকে, 'আমি সেই হাইস্কুল থেকে ওকে চিনি। প্রথম যেদিন দেখেছিলাম, মনে হয়েছিল ও সবচেয়ে সুন্দরী। আমার জীবনের সেরা মানুষ। কিন্তু তারপরেই হল ছন্দপতন।'
advertisement
7/8
বরের প্রিয় বন্ধু আরও বলেন, 'ও আমাকে বলে ওর বয়ফ্রেন্ড আছে। আর সে আর কেউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড'। বরের প্রিয় বন্ধু সেদিন যে কতটা আহত হয়েছিলেন, তার রেশ এসে পড়ে বিয়ের আসরে।
advertisement
8/8
তিনি জানান আনেক বার ঘনিষ্ঠ হতে গিয়েও আটকে যান তাঁরা। তবে প্রেমের কথা সবার সামনে কোনও দিনই আর আনা হয়নি। এমন পরিস্থিতিতে বিয়ে ভেঙে এবং প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বর। সেখান থেকেই বিয়ের জন্য এক হন কনে ও বরের প্রিয় বন্ধু।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Wedding News: বিয়ের দিনই বরের প্রিয় বন্ধুর সঙ্গে এক ঘরে কনে, তারপর? আংটি পরানোর মুহূর্তে যা কাণ্ড ভাবতে পারবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল