TRENDING:

Viral Virals: রানু মণ্ডল-ভুবন বাদ্যকর-ঢিনচ্যাক পূজা... রাতারাতি জনপ্রিয়তা থেকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষ! এখন কোথায় এই 'সেলিব্রিটিরা'?

Last Updated:
Viral Virals: সোশ্যাল মিডিয়ার এ এক অদ্ভুত খেলা। রাতারাতি জনপ্রিয় করে তোলে কাউকে। আবার নিমেষে ছুড়ে ফেলে দেয় গভীর অন্ধকারে। রানু মণ্ডল, ভুবন বাদ্যকররা কোথায় এখন?
advertisement
1/13
রানু মণ্ডল-ভুবন বাদ্যকর-ঢিনচ্যাক পূজা, রাতারাতি জনপ্রিয় সবাই! এখন কোথায় এই 'সেলিব্রিটিরা'?
সোশ্যাল মিডিয়ার এ এক অদ্ভুত খেলা। রাতারাতি জনপ্রিয় করে তোলে কাউকে। আবার নিমেষে ছুড়ে ফেলে দেয় গভীর অন্ধকারে।
advertisement
2/13
সম্প্রতি মহাকুম্ভের মেলায় ভাইরাল হয়েছে মোনালিসা ভোঁসলে নামে এই যুবতী। ফুলের মালা বিক্রি করতে এসে রাতারাতি সেনসেশন হয়ে যায় মোনালিসা।
advertisement
3/13
শোনা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর এখন মোনালিসা রীতিমতো সেলিব্রিটি।
advertisement
4/13
সিনেমার প্রযোজক-পরিচালকও নাকি তার সঙ্গে দেখা করেছেন, অভিনয় করার অফারও দিয়েছেন। তবে আদৌ সে সব কতটা সত্যি তা বলবে সময়।
advertisement
5/13
মোনালিসার আগেও এমন বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছেন। তাতে প্রথমেই বলতে হয় রানাঘাটের রানু মণ্ডলের নাম।
advertisement
6/13
রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে নজর কেড়েছিলেন রানু। ২০১৯ সালে রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান এক প্যায়ার কা নাগমা গেয়ে জনপ্রিয়তা পান বাংলার রানু মণ্ডল।
advertisement
7/13
তাঁর ভিডিও একজন ভাইরাল করে দেওয়ার পরই একরাতের মধ্যে আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়।
advertisement
8/13
টিভি শো, চ্যানেলে গান গেয়ে ফেলেন রানু। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান ছবির গান। কিন্তু তা একেবারেই খনিকের জনপ্রিয়তা। পরবর্তীতে তাঁকে হাসির খোরাক করে ফেলে নেটিজেন। এখন রানু মণ্ডল বললেই হেসে ফেলে সকলে। লাইমলাইট থেকে দূরে রানু এখন একেবারেই একান্তে।
advertisement
9/13
এই রাজ্যের বীরভূমের রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করা ভুবন বাদ্যকরের জীবন বদলে দিয়েছিল সোশ্যাল মিডিয়া।
advertisement
10/13
কাঁচা বাদাম গেয়ে ভুবন রীতিমতো বাদাম কাকু হিসাবে হিসাবে দারুণ পরিচিতি লাভ করেন।
advertisement
11/13
এখন ভুবনের নিজস্ব ইউটিউবও রয়েছে।  'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম' ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় এই গান গেয়ে খুবই ভাইরাল হয়েছিলেন ভুবন। তবে এখন সেভাবে আর জনপ্রিয়তা নেই ভুবনের। 
advertisement
12/13
‘সেলফি ম্যায়নে লে লি’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন পূজা জৈন ওরফে ধিনচ্যাক পুজা। এরপর ‘দিলো কা স্কুটার’, ‘সোয়্যাগ ওয়ালি টোপি’র মতো গান দিয়েও আমজনতাকে মাতিয়ে তুলেছিলেন। এমনকী, ভারতের সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এও অংশ নেন তিনি।
advertisement
13/13
বর্তমানে তিনি এই ধরনের বেসুরো গান গেয়ে চলেছেন। তবে শ্রোতারা তাঁকে কোনও সময়ই সিরিয়াসলি নেয়নি। কোথায় তিনি এখন কেউ জানে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Virals: রানু মণ্ডল-ভুবন বাদ্যকর-ঢিনচ্যাক পূজা... রাতারাতি জনপ্রিয়তা থেকে ছুড়ে ফেলে দিয়েছে মানুষ! এখন কোথায় এই 'সেলিব্রিটিরা'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল