Viral Video: নেশায় বুঁদ কাকিমা! 'দো ঘুঁট মুঝে ভি পিলাদে শরাবি' গানে নেচে কাঁপালেন বিয়েবাড়ি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: অদ্ভুত নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তুমুলভাবে ভাইরাল হয় মুহূর্তের মধ্যে।
advertisement
1/6

উত্তর ভারতীয় বিয়েতে মাতাল হওয়া নতুন কিছু নয়। প্রায়ই মাতাল ব্যক্তিদের ডান্স ফ্লোরে এলোমেলো পা নিয়ে দুলতে দেখা যায়। অনেক সময় এমন লোকেরা বিয়েতে আসা অতিথিদেরও ধাক্কা দেয় বা সামলাতে না পেরে আজব কিছু কাণ্ড ঘটিয়ে ফেলেন এমন ঘটনাও ঘটে।
advertisement
2/6
বিয়ের আনন্দের পরিবেশে অবশ্য এই নিয়ে খুব একটা কেউ অভিযোগ করেন না। বরং অতিথিরা এটি উপেক্ষা করেন এবং তাঁদের কীর্তি সবাই মিলে উপভোগও করেন। অনেক সময় নারীদেরও একই কাজ করতে দেখা যায়। মাতাল হয়ে, কেউ কেউ আবার বিয়ের অনুষ্ঠানে ডান্স ফ্লোর দখল করে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তেমনই কিছু দেখা গিয়েছে।
advertisement
3/6
ভিডিওতে দেখা যায়, বিয়েতে আসা এক আন্টি নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে নাচছেন। ১৯৮৫ সালের ছবি 'কালা সুরাজ'-এর 'দো ঘোঁট মুঝে ভি পিলা দে' গানটি ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়। ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুনরুত্থিত হয়েছে, যেখানে বেগুনি শাড়ি পরা একজন মহিলা, যাঁকে দেখে বেশ মাতাল বলেই মনে হয়, ডান্স ফ্লোরে মদের বোতল নিয়ে হাজির হন। আর শুরু করে দেন নাচ।
advertisement
4/6
ভিডিওটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আন্টি অন্য একজন মহিলাকে তার সঙ্গে নাচতে টেনে নেয় এবং তারপরে তার হাতে একটি বোতল নিয়ে মাটিতে গড়াগড়ি দিতে থাকে। মহিলাটি পালানোর চেষ্টা করলেই আবার তাঁকে টেনে আনে। তাঁর সঙ্গে নাচ করার জন্য জোরাজুরি করতে থাকেন।
advertisement
5/6
অন্য একজন মহিলা তাঁকে মেঝে থেকে তোলার চেষ্টা করলে তিনি তাঁকেও টেনে আনার চেষ্টা করেন ডান্স ফ্লোরে। এরপর উদ্দাম নাচ শুরু করে দেন ডান্স ফ্লোর জুড়ে। কয়েক মিনিটের এই নাচ বেশ উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এমন অদ্ভুত নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তুমুলভাবে ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। তাতে নেটিজেনরাও দেন নানা মজাদার কমেন্ট।
advertisement
6/6
Disclaimer: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ৷ নিউজ ১৮ বাংলা বিজ্ঞাপন বা প্রচার কিছুই করে না৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Video: নেশায় বুঁদ কাকিমা! 'দো ঘুঁট মুঝে ভি পিলাদে শরাবি' গানে নেচে কাঁপালেন বিয়েবাড়ি