Viral Tribal Ritual: একই নারীকে বিয়ে করেন পরিবারের সব ভাই, চলে অবাধ যৌনতা! সাংঘাতিক এই রীতির কারণ শিউরে ওঠার মতো
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক রীতি আছে, যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়।
advertisement
1/8

এই পৃথিবীর বেশিরভাগটাই তো আমাদের অজানা। বিশ্বের বিভিন্ন দেশের এমন অনেক রীতি আছে যা আমাদের কাছে একেবারেই স্বাভাবিক নয়। তবে আমাদের কাছে যা অস্বাভাবিক সেগুলোই বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে পালন হয়।
advertisement
2/8
এখনও এক পরিবারের সকল ভাইয়ের এক-স্ত্রী প্রথা রয়েছে। নেপালে বসবাসকারী এক গোষ্ঠীর মধ্যে এই প্রথা প্রচলিত। কারণ জানেন?
advertisement
3/8
আসলে দরিদ্র পরিবারে একাধিক সন্তানকে বড় করে তোলা কঠিন হয়। সব ভাইয়ের একজন স্ত্রী থাকলে সন্তান সংখ্যা কম হয়।
advertisement
4/8
মহিলাদের তেমন আপত্তি নাকি থাকেনা। তাঁদের যুক্তি, যদি তাঁদের একজন স্বামীর মৃত্যুও হয় তাহলেও তিনি একা হয়ে যান না। বাকিরা তো থাকেন।
advertisement
5/8
তবে এই প্রথা আগে যতটা ব্যাপক আকারে প্রচলিত ছিল, তা এখন আর নেই।
advertisement
6/8
আমাদের দেশে যৌনতা ব্যাপারটা একটু রাখঢাক থাকলেও বিশ্বের এমন অনেক দেশ আছে, যেখানে এটি খুবই খোলামেলা ব্যাপার। নানান দেশে এই ব্যাপার নিয়ে আছে নানান রীতি এবং প্রথা।
advertisement
7/8
এক অবিশ্বাস্য সংস্কৃতি। যা শুনে স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে এমনটা চলতে দেওয়া যায়না। কিন্তু এক জনজাতিতে এমনটাই প্রাচীন রীতি।
advertisement
8/8
সতর্কীকরণ- নিউজ ১৮ বাংলা এই ধরনের কোনও প্রথাকে সমর্থন করে না
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Tribal Ritual: একই নারীকে বিয়ে করেন পরিবারের সব ভাই, চলে অবাধ যৌনতা! সাংঘাতিক এই রীতির কারণ শিউরে ওঠার মতো