TRENDING:

Viral: প্রেম মানে না কোনও বাধা! ঘরে বউ, শাশুড়িকে নিয়ে নতুন পৃথিবী তৈরিতে ফেরার জামাই, থানা-পুলিশ, চারিদিকে তোলপাড়!

Last Updated:
Viral: ২০১৭ সালে বিয়ে হয় কৃষ্ণ ও প্রিয়াঙ্কার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতেই কার্যত ঘর জামাই হয়ে থাকতে শুরু করেন কৃষ্ণ। সেই সুযোগেই নাকি ঘনিষ্ঠতা তৈরি হয় শাশুড়ির সঙ্গে।
advertisement
1/5
প্রেম মানে না কোনও বাধা! ঘরে বউ, শাশুড়িকে নিয়ে নতুন পৃথিবী তৈরিতে ফেরার জামাই
ফের পরকীয়ার অভিযোগ। এবার ঘটনা ঘটেছে হাওড়ার লিলুয়ায়। নিজেরই শাশুড়িকে নিয়ে পালালেন অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) লিলুয়ায়। জানা গিয়েছে, পলাতক যুবকের নাম কৃষ্ণ গোপাল দাস। স্ত্রীকে ফেলে রেখে শাশুড়ি শেফালি দাসের সঙ্গে পালিয়েছেন তিনি। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণর স্ত্রী প্রিয়াঙ্কা।
advertisement
2/5
সূত্রের খবর, ২০১৭ সালে বিয়ে হয় কৃষ্ণ ও প্রিয়াঙ্কার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতেই কার্যত ঘর জামাই হয়ে থাকতে শুরু করেন কৃষ্ণ। সেই সুযোগেই নাকি ঘনিষ্ঠতা তৈরি হয় শাশুড়ির সঙ্গে। অভিযোগ, এরপরেই সুযোগ বুঝে হঠাৎই স্ত্রীকে ফেলে রেখে শাশুড়ির সঙ্গে বাড়ি ছেড়ে পালায় জামাই কৃষ্ণ। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী প্রিয়াঙ্কাও।
advertisement
3/5
স্থানীয়দের দাবি, পেশায় ভ্যান চালক হাওড়ার (Howrah) লিলুয়া থানা এলাকার জগদীশপুরের বিশ্বাস পাড়ার বাসিন্দা বাবলা দাসের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কৃষ্ণ গোপাল দাস। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন কৃষ্ণ। অভিযোগ, একবাড়িতে থাকতে থাকতে ক্রমশ শাশুড়ি শেফালি দাসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জামাই কৃষ্ণ।
advertisement
4/5
এরপরই সুযোগ বুঝে শনিবার শাশুড়িকে নিয়ে পালিয়ে যান কৃষ্ণ। এমনটা জানতে পেরে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষ্ণর স্ত্রী প্রিয়াঙ্কা। নিজেকে সামলে নিয়ে রাগে দুখে অভিমানে বাবার সঙ্গে নিয়ে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। সে অভিযোগ জানায়, বিয়ের পর থেকেই ছোট খাটো কারণেই তাঁর গায়ে হাত তুলত কৃষ্ণ। অকারণেই মারধোর করত তাঁকে।
advertisement
5/5
প্রিয়াঙ্কা এবং তাঁর বাবার থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নাম পুলিশ। শাশুড়ি শেফালি এবং জামাই কৃষ্ণকে খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে পুলিশ। এদিকে শাশুড়ি জামাই-র এই কীর্তির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসীরা ছি ছিক্কার করতে থাকে দুজনকেই। পুলিশের আশ্বাস খুব শিগগিরই অভিযোগের কিনারা করবেন তারা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral: প্রেম মানে না কোনও বাধা! ঘরে বউ, শাশুড়িকে নিয়ে নতুন পৃথিবী তৈরিতে ফেরার জামাই, থানা-পুলিশ, চারিদিকে তোলপাড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল