TRENDING:

Viral: একেই বলে ভাগ‍্য! জঞ্জালে পড়েছিল বাবার ৬২ বছরের পুরনো পাসবুক...হাতে পড়তেই রাতারাতি কোটিপতি হয়ে গেল ছেলে! ঘটনা জানলে চমকে যাবেন

Last Updated:
Million-Dollar Bankbook: রূপকথার গল্প মতো শোনালেই এমনই এক ঘটনা ঘটেছে বাস্তবে। জঞ্জালে পড়ে থাকা একটি কাগজই বদলে দিয়েছে ভাগ‍্য। এক রাতেই ওই দোমড়ানো-মুচড়ানো পুরনো কাগজের জোরে কোটিপতি হয়ে গিয়েছে এক ব‍্যক্তি।
advertisement
1/12
জঞ্জালে পড়েছিল বাবার ৬২ বছরের পুরনো পাসবুক...হাতে পড়তেই রাতারাতি কোটিপতি হয়ে গেল ছেলে!
কখনও খাটের তলায়, কখনও সোফার নীচে, বাড়ির আনাচে কানাচে জঞ্জালের মতো অনেক সময় ছোট খাট কাগজ পড়ে থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, যদি এমনই এক জঞ্জালের মতো পড়ে থাকা কাগজ বদলে দিত আপনার ভাগ‍্য। কোনও ‘কুবেরের ধনের’ খোঁজ মিলে যেত হঠাত্‍ করেই!
advertisement
2/12
রূপকথার গল্প মতো শোনালেই এমনই এক ঘটনা ঘটেছে বাস্তবে। জঞ্জালে পড়ে থাকা একটি কাগজই বদলে দিয়েছে ভাগ‍্য। এক রাতেই ওই দোমড়ানো-মুচড়ানো পুরনো কাগজের জোরে কোটিপতি হয়ে গিয়েছে এক ব‍্যক্তি।
advertisement
3/12
ঘটনাটি ঘটেছে চিলিতে। এক্সোকিল হিনোজোসা (Exequiel Hinojosa) নামে চিলির এক ব‍্যক্তি জঞ্জাল থেকে খুঁজে পান তাঁর মৃত বাবার পুরনো ব‍্যাঙ্ক পাসবুক।
advertisement
4/12
এই পাসবুকই বদলে দিল তাঁর ভাগ‍্য। বা বলা পাসবুকে লেখা একটি ছোট্ট কথাই হাতে এনে দিল কোটি কোটি টাকা। কী ছিল সেই পাসবুকে? সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক্সোকিলের কোটিপতি হওয়ার ঘটনা।
advertisement
5/12
হিনোজোসার বাবা ১৯৬০-৭০ এর দশকে ব‍্যাঙ্কে প্রায় ১.৪০ লাখ টাকা জমা করেছিলেন। তখন তাঁর উদ্দ‍্যেশ‍্য ছিল ওই টাকা দিয়ে বাড়ি কেনা।
advertisement
6/12
তবে প্রায় দশ বছর আগেই প্রয়াণ হয়েছে হিনোজোসার বাবার। এবং পরিবারের কোনও সদস‍্যই এই ব‍্যাঙ্কে রাখা তাঁর টাকা সম্পর্কে কিছুই জানতেন না।
advertisement
7/12
এই পাসবুকটি ৬২ বছর পুরনো ছিল। অনেক বছর পরে, Hinojosa বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে এই পাসবুকটি পান। প্রথমে তাঁরও পাসবুকটিকে জঞ্জাল বলেই মনে হয়েছিল।
advertisement
8/12
কারণ ঘটনাচক্রে এই ব‍্যাঙ্কটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে যে ব্যাংকের এই পাসবুকটি ছিল, তাও ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে পাসবুকটি হাতে পাওয়ার পরও প্রথমে এটি হিনোজোসার কোনও কাজের বলে মনে হয় নি।
advertisement
9/12
তবে হঠাত্‍ই তাঁর নজর যায় একটি লেখার উপর। পাসবুকে লেখা ছিল "State Guaranteed"। যার অর্থ যদি ব্যাংক ডুবে যায় তবে সরকার টাকা ফেরত দেবে।
advertisement
10/12
এই লাইনটি পড়ার পর হিনোজোসা আশা করেছিলেন যে সরকার তাকে তার পরিশ্রমের টাকা ফেরত দেবে। কিন্তু যখন তিনি সরকারের কাছে টাকার দাবি করেন, তখন প্রথমে সরকার তা প্রত্যাখ্যান করে।
advertisement
11/12
হিনোজোসা হাল ছাড়েননি এবং আইনি পথ অবলম্বন করেন। তিনি কোর্টে দাবি করেন যে এই টাকা তার বাবার, যা তিনি অনেক পরিশ্রম করে জমা করেছিলেন।
advertisement
12/12
কোর্ট সরকারকে আদেশ দেয় যে তারা হিনোজোসাকে সুদসহ টাকা ফেরত দেবে। এরপর সরকার ১.২ মিলিয়ন ডলার (প্রায় ৯ কোটি টাকা) ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত হিনোজোসাকে এক ধাক্কায় কোটিপতি বানিয়ে দেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral: একেই বলে ভাগ‍্য! জঞ্জালে পড়েছিল বাবার ৬২ বছরের পুরনো পাসবুক...হাতে পড়তেই রাতারাতি কোটিপতি হয়ে গেল ছেলে! ঘটনা জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল