TRENDING:

Viral: লম্বায় ৭ ফুট! বাগানে আচমকা আটকে পড়ল বিশালাকার অজগর, তারপর...?

Last Updated:
বাগান থেকে উদ্ধার বিশালাকার অজগর। সাপ চোখ কপালে গোটা এলাকার।
advertisement
1/5
লম্বায় ৭ ফুট! বাগানে আচমকা আটকে পড়ল বিশালাকার অজগর, তারপর...?
বাগান থেকে উদ্ধার বিশালাকার অজগর। সাপ চোখ কপালে গোটা এলাকার। রবিবার ঘটনাটি ঘটে গোপীবল্লভপুর ২ নং ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার কুঠিঘাট এলাকায়। স্থানীয় বাসিন্দা দীপক নায়েকের বাগান থেকে উদ্ধার করা হয় বিশাল আকৃতির অজগর সাপটিকে। প্রতিবেদন ও ছবি : রাজু সিং
advertisement
2/5
জানা গিয়েছে প্রায় সাত ফুট লম্বা অজগর সাপটি বাগানের ধারে ঘিরে রাখা জালে আটকে যায়। দীপক নায়েকের পরিবারের সদস্যরা অজগরটিকে দেখতে পায়। তারাই বিষয়টি এলাকার বাসিন্দাদের জানায়। সেইসঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বনদফতরকে। প্রতিবেদন ও ছবি : রাজু সিং
advertisement
3/5
বিষয়টি জানাজানি হলে বিশাল আকৃতির অজগর সাপটিকে দেখার জন্য এলাকার কয়েকশো মানুষ ভীড় জমায় দীপক নায়েকের বাগানে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।
advertisement
4/5
বনদফতরের পক্ষ থেকে জানানো হয় যে উদ্ধার করে নিয়ে যাওয়া অজগর সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় রবিবারেই নিয়ে আসা হয়।
advertisement
5/5
অবশেষে বন দফতরের উদ্যোগে ঝাড়গ্রামের চিড়িয়াখানার নতুন অতিথি হল ওই বিশাল আকারের অজগর সাপটি। তবে কোথা থেকে ওই অজগর সাপটি কুঠি ঘাট এলাকায় এসেছে তা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেদন ও ছবি : রাজু সিং
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral: লম্বায় ৭ ফুট! বাগানে আচমকা আটকে পড়ল বিশালাকার অজগর, তারপর...?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল