Viral News: বউ পরীক্ষা দিতে গেল, বর সেই ফাঁকে শ্যালিকাকে আনল ঘরে! স্ত্রী ভিডিও কল করতেই স্বামীর চিৎকার, 'এখন এসোই না'! তারপর?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: স্বামী-স্ত্রীর এমন অদ্ভুত ঘটনা শুনে সকলেই হতবাক। পুলিশ স্টেশনেও চলে 'মারধর'। পতি-পত্নী অওর উও-র দারুণ ঘটনা কোথায় ঘটল জানেন?
advertisement
1/9

স্বামী, স্ত্রী এবং সে-এর উপর ভিত্তি করে আপনি নিশ্চয়ই অনেক ছবি দেখেছেন। আসলে, এরকম অনেক ঘটনা প্রায়ই দেখা যায়, যেখানে স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করে এবং অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে বা বিয়েও করে।(ছবি-এআই)
advertisement
2/9
মহারাষ্ট্রের আকোলা থেকেও একই ধরনের ঘটনা সামনে এসেছে। এখানে এক মহিলার স্বামী তাঁর অনুপস্থিতিতে তাঁর শ্যালিকাকে বিয়ে করেছে। এরপর স্ত্রীকে ভিডিও কল করে বলে, 'ফেরার দরকার নেই'।
advertisement
3/9
একথা শুনে স্ত্রীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ক্ষোভে-দুঃখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে স্বামীর বাড়িতে আসেন স্ত্রী। আবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
advertisement
4/9
পুলিশ স্বামীকে থানায় ডেকে আনলে স্ত্রী রাগে মারধর করতে শুরু করে সেখানেই। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
advertisement
5/9
ঘটনাটি বারশীটাকলি তালুকার ভিজোরা গ্রামের। ৯ মাস আগে কোমলার সঙ্গে প্রেম করে বিয়ে হয় এখানকার সুরাজ তায়দের। বিয়ের পর কোমলাকে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। স্ত্রী বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।
advertisement
6/9
এদিকে স্ত্রীয়ের পরীক্ষা চলে আসে, যার কারণে তাঁকে অমরাবতীতে গিয়ে সেখানে থাকতে হয়। পরীক্ষা শেষ হলে কোমলা তাঁর স্বামীর বাড়িতে ফেরার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু স্বামী ভিডিও কল করে বলেন, 'এখন আমি তোমার সঙ্গে থাকতে চাই না। তাই আমার বাড়িতে আসবে না। আমি তোমার বোনকে বিয়ে করেছি'।
advertisement
7/9
বিষয়টি তাঁর পরিবারকে জানায় স্ত্রী। এরপর স্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে স্বামীর বাড়িতে পৌঁছন। সেখানে দেখা যায়, স্ত্রীর মামাতো বোন শ্রেয়াকে বিয়ে করেছেন স্বামী। এটা দেখে পরিবারের সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু সূরয তাঁদের ভেতরে ঢুকতে দেয়নি। এরপর স্ত্রী সোজা থানায় যান। সেখানে তিনি কাঁদতে কাঁদতে পুলিশকে পুরো ঘটনা খুলে বলেন।
advertisement
8/9
এরপর পুলিশ স্বামীকে থানায় ডেকে পাঠায়। সূরজ তাঁর নতুন স্ত্রী শ্রেয়াকে নিয়ে থানায় পৌঁছতেই কোমলা তাঁকে মারধর শুরু করেন। থানায় স্বামী-স্ত্রীর নাটক শেষ পর্যন্ত চলতে থাকে।
advertisement
9/9
স্ত্রী এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীকে ক্রমাগত মারধর করতে থাকেন। পুলিশ অনেক কষ্টে তাঁকে শান্ত করে। বর্তমানে এ ঘটনায় উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: বউ পরীক্ষা দিতে গেল, বর সেই ফাঁকে শ্যালিকাকে আনল ঘরে! স্ত্রী ভিডিও কল করতেই স্বামীর চিৎকার, 'এখন এসোই না'! তারপর?