TRENDING:

Viral News: টুপি বা ক্যাপের উপরে গোল বোতাম থাকে কেন, উত্তর জানলে চমকে যাবেন

Last Updated:
Viral News: স্টাইল স্টেটমেন্ট হোক আর গ্রীষ্মের তীব্র দাবদাহে রোদের হাত থেকে বাঁচা। কম বেশি টুপি বা ক্যাপের ব্যবহার আমরা সকলেই করেছি। বিশেষ করে স্পোর্টসম্যানদের কাছে টুপি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু টুপির উপর বোতাম থাকে কেন জানা আছে কি আপনার।
advertisement
1/8
টুপি বা ক্যাপের উপরে গোল বোতাম থাকে কেন, উত্তর জানলে চমকে যাবেন
স্টাইল স্টেটমেন্ট হোক আর গ্রীষ্মের তীব্র দাবদাহে রোদের হাত থেকে বাঁচা। কম বেশি টুপি বা ক্যাপের ব্যবহার আমরা সকলেই করেছি। বিশেষ করে স্পোর্টসম্যানদের কাছে টুপি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
advertisement
2/8
বিশেষ করে ক্রিকেট, গলফের মত খেলায় টুপির প্রয়োজনীয়তা রয়েছে। যতদিন এগিয়েছে টুপিও পরিবর্তিত হয়েছে। বর্তমানে যে ক্যাপ ব্যবহার করা হয় তাতে ওপরের অংশ একটি বোতাম দেখতে পাওয়া যায়।
advertisement
3/8
টুপির ওই বোতাম আমরা সকলেই দেখেছি। কিন্তু কেন থাকে এই বোতাম, এর কাজ কী, সেই উত্তর অজানা অনেকেরই কাছে। টুপির ওই বোতামকে স্কোয়াচি বলা হয়। আর এই বোতাম লাগানোর জন্য রয়েছে একাধিক কারণ।
advertisement
4/8
টুপিতে মোট ৬টি অংশ থাকে। অতীতে যখন কারখানায় টুপি বা ক্যাপ তৈরি করা হত তখন এর ৬টি অংশ জুড়ে দেওয়া হত। তখন টুপিটি একটি হলেও দেখতে বাজে লাগত। কারণ মাঝখানের অংশটা ফাঁকা থেকে যেত।
advertisement
5/8
পরের দিতে ওই ফাঁকা অংশ ঢাকার জন্যই ওখানে বোতাম দেওয়া শুরু হয়। তবে শুধু ফাঁকা অংশ ঢাকার জন্যই নয়। টুপির উপরের অংশে বোতাম লাগানোর আরও একাধিক কারণ রয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
6/8
বর্তমানে টুপির বোতামটি একটি প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। কারণ এটির মাধ্যমে টুপি মজবুত হয়ে থাকে। ৬টি কাপর ওই একটি বোতামের সঙ্গে জুড়ে দেওয়া হয় যাতে পোক্ত থাকে ও ছিঁড়ে না যায়। তাতে টুপিটি বেশি দিন ব্যবহার যোগ্য হয়ে ওঠে।
advertisement
7/8
এর পাশাপাশি টুপি যেহেতু ক্রিকেট, বেসবল সহ একাধিক খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু রোদ থেকে বাঁচার জন্যই নয়, টুপি অনেক সময় প্লেয়ারদের সুরক্ষার কাজেও লাগে। ওই বোতামের মত অংশের গুরুত্বও অনেক।
advertisement
8/8
এছাড়া বর্তমানে টুপির ওই বাটনটি স্টাইলে পরিণত হয়েছে। এটি না তাকলে টুপিটি দেখেতে খুব অদ্ভূত লাগবে। তাই ক্যাপ কিনলে এখন সকল টুপিতে ওই বোতাম থাকতেই হবে। তা না হলে ক্রেতার পছন্দই হবে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: টুপি বা ক্যাপের উপরে গোল বোতাম থাকে কেন, উত্তর জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল