TRENDING:

Viral News: সন্ধ্যা বেলায় মাথার উপর মশার ঝাঁক ঘোরে কেন, কিন্তু সব মশা কামড়ায় না, জানুন বৈজ্ঞানিক কারণ

Last Updated:
Viral News: গরম কালে দেখবেন যখন মাঠে বা অন্য কোথাও দাঁড়াবেন মাথার উপর এসে মশার ঝাঁক ভিড় করবে। আর গোল গোল ঘুরতে থাকবে। বেশিরভাগ মশা কামড়ায়ও না। জেনে নিন এর বৈজ্ঞানিক কারণ।
advertisement
1/8
সন্ধ্যা বেলায় মাথার উপর মশার ঝাঁক ঘোরে কেন, কিন্তু সব মশা কামড়ায় না, জানুন কারণ
বর্তমানে সারা বছরই মশার সমস্যা ভুগতে হয় সকলকে। মশার হাত থেকে বাঁচতে কয়েল, তেল, ক্রিম, স্প্রে, ইলেকট্রিক ব্যাট অনেক কিছুই ব্যবহার করে থাকি আমরা।
advertisement
2/8
কিন্ত গরম কালে দেখবেন যখন মাঠে বা অন্য কোথাও দাঁড়াবেন মাথার উপর এসে মশার ঝাঁক ভিড় করবে। আর গোল গোল ঘুরতে থাকবে। বেশিরভাগ মশা কামড়ায়ও না।
advertisement
3/8
এমন দৃশ্য আমাদের সকলেরই চেনা। কিন্তু কোনও দিনও ভেবে দেখেছেন, কেন মশারা ওভাবে মাথার উপরে পাক খেতে থাকে? কেন দিনের বেলাতে এমনটা হয় না। চলুন জানা যাক এর বৈজ্ঞানিক কারণ।
advertisement
4/8
আসলে, একজন ব্যক্তি যখন শ্বাস নেয় তখন সে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা আকৃষ্ট হয়ে মশা আমাদের মাথার উপর ঘোরাঘুরি শুরু করে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের গন্ধ পেয়েই মশা এসে পৌঁছয় মানুষের কাছে।
advertisement
5/8
এছাড়া ঘামও একটি কারণ। ঘামের মধ্যে থাকা অকটেন নামে রাসায়নিক পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মশা মাথার উপরে ঘুরতে থাকে। যেহেতু ঘাম মাথায় বেশিক্ষণ থাকে বলে, মশারা শুধু মাথার উপরেই ঘোরাফেরা করে, শরীরের বাকি অংশে নয়।
advertisement
6/8
তবে একঝাঁক মশা আমাদের মাথার উপর ঘোরাফেরা করলেও তাদের বেশিরভাগ আমাদের কামড়ায় না। এর মধ্যে কেবল কয়েকটা মশায় আমাদের কামড়ায়, বাকিগুলো নয়। শুধুমাত্র স্ত্রী মশারায় কামড়ায়। পুরুষ মশারা কামড়ায় না। রাতে ঘুমানোর সময়তেও তাই।
advertisement
7/8
আর সন্ধ্যা বেলাতেই কেন মশারা ঝাঁকে ঝাঁকে বেরোয়, দিনের বেলায় এমন হয় না কেন? এর উত্তর হল দিনের আলোয় প্রকাশ্যে আসতে পছন্দ করে না তারা। তাই সন্ধে নামতেই তারা বেরিয়ে পড়ে।
advertisement
8/8
তবে মশাকে হাল্কাভাবে নেওয়া উচিৎ নয়। বর্তমানে এর থেকে ডেঙ্গি, ম্যালেরিয়া, জাপানিজ এনসেফালাইটিস, ইয়োলো ফিভারের মত রোগের প্রকোপ বেড়েছে। তাই মশা থেকে বাঁচতে যথাযথ ব্যবস্থা নেওয়াই ভালো।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: সন্ধ্যা বেলায় মাথার উপর মশার ঝাঁক ঘোরে কেন, কিন্তু সব মশা কামড়ায় না, জানুন বৈজ্ঞানিক কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল