Viral News: নদীতে চুম্বক ফেলতেই উঠে এল লাখ লাখ টাকা! রাতারাতি কোটিপতি দম্পতি! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral News: ভাগ্য এভাবেও বদলে যেতে পারে! নদী থেকে উঠে এল টাকা ভর্তি বাক্স! তারপর যা ঘটল জানলে অবাক হবেন
advertisement
1/6

পৃথিবীতে কত কী যে ঘটে! তার কিছুটা মাত্র আমরা বুঝতে পারি! এই যেমন গরীব, না খেতে পাওয়া অবস্থা থেকে একটা কোটি টাকার লটারি কখন যে বদলে দেবে আপনার জীবন কে বলতে পারে! আবার কখন কে যে সব হারাবে তাও জানা যায় না! সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা জানলে আপনি চমকে যাবেন! photo source collected
advertisement
2/6
টাকা কে না চায়! কিন্তু বেশি টাকা উপার্জন সকলে করতে পারে না! ঠিক মতো চাকরি জোটে না! বা অনেক কিছুই কারণ থাকতে পারে! মানুষ তখন নিজের ভাগ্যকে দোষ দেয়! photo source collected
advertisement
3/6
তবে ঝট করে চদি আপনি একবারে প্রায় কোটি টাকা পেয়ে যান তাহলে কী করবেন? নিশ্চয় সে সময় আর ভাগ্যকে দোষ দেবেন না! ঠিক এমন ঘটনা ঘটেছে এই দম্পতির সঙ্গে! photo source collected
advertisement
4/6
নিউ-ইয়র্কের এক দম্পতির জীবন রাতারাতি বদলে গেল! এই দম্পতি নিয়ম করে নিউ ইয়র্কের একটি লেকে মাছ ধরতে যেতেন! এখানে তাঁরা মাচ ধরার বড়শিতে চুম্বক লাগিয়ে রাখেন। যার ফলে নদী থেকে অনেক সময় অনেক কিছু উঠে আসে! photo source collected
advertisement
5/6
নিউ ইয়র্কের কোরোনা পার্কের একটি ছোট্ট নদী বা লেক বলা চলে, সেখানেই মাছ ধরতে গিয়ে একেবারে কোটি পতি হয়ে গেলেন জেমস কেনে ও বারবি আগোসতানি।
advertisement
6/6
তাঁরা লেকে বড়শিঁতে চুম্বক লাগিয়ে নদীতে ফেলতেই উঠে আসে একটি লোহার বাক্স। খুব বড় নয়! সেই বাক্স খুলতেই তাঁরা দেখেন সেখানে রয়েছে ১ লক্ষ ডলার যা ভারতীয় টাকার ৮৩ লাখ টাকা! photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: নদীতে চুম্বক ফেলতেই উঠে এল লাখ লাখ টাকা! রাতারাতি কোটিপতি দম্পতি! জানুন