Viral News: ওটা কী? গাছের ডালে সারি সারি কঙ্কালের মাথা! আচমকা দেখে চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: একবার ভাবুন তো আপনি জঙ্গলে ঘুরতে গিয়েছেন। আর হঠাৎ সাননে দেখলেন গাছের ডালে সারি সারি ঝুলছে কঙ্কালের মাথার মত কিছু। হঠাই দেখেই অবাক হয়ে গেলেন। এমন ঘটনা বাস্তবেও হতে পারে অনেকের সঙ্গে।
advertisement
1/6

একবার ভাবুন তো আপনি জঙ্গলে ঘুরতে গিয়েছেন। আর হঠাৎ সাননে দেখলেন গাছের ডালে সারি সারি ঝুলছে কঙ্কালের মাথার মত কিছু। হঠাই দেখেই অবাক হয়ে গেলেন। এমন ঘটনা বাস্তবেও হতে পারে অনেকের সঙ্গে।
advertisement
2/6
ইউরোপ, উত্তর আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের বাগানে বেশ জনপ্রিয় ড্রাগন ফুল। পাপড়ির গঠন ড্রাগনের মুখের মতোই বলে এমন নামকরণ। লালচে বা গোলাপি চমৎকার এই ফুলের রূপ দেখে মুগ্ধ হবেন সবাই।
advertisement
3/6
কিন্তু ফুল শুকিয়ে পাপড়ি ঝরে যাওয়ার পর এর ফল বা বীজধারকের যে গঠন তাতে চমকে যাবে যে কেউ। শুকনো ফলটি তখন যেন হয়ে ওঠে মানুষের কঙ্কাল। কখনও কখনও শুকনো পাপড়িই কঙ্কালের মতো দেখায়। ফুলটি পরিচিত স্ন্যাপ ড্রাগন নামেও।
advertisement
4/6
এমন বৈচিত্র্যের কারণে ড্রাগন ফুল নিয়ে প্রাচীনকাল থেকেই রচিত হয়েছে নানা কিংবদন্তি। কথিত আছে, ড্রাগনের মতো দেখতে এমন বীজপত্র খেলে নারী যৌবন ও সৌন্দর্য হারিয়ে ফেলে। কেউ বিশ্বাস করে, এর বীজপত্র ঘরে ছড়িয়ে দিলে জাদু, অভিশাপ ও খারাপ কিছুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।
advertisement
5/6
রানী ভিক্টোরিয়ার আমলে এই ফুল প্রতারণা, রহস্য ও সন্দেহের প্রতীক হিসেবে বিবেচিত হত। পোশাকে এই ফুল গুঁজে রাখলে মানুষকে আকর্ষণীয় ও দয়ালু দেখায় বলেও মনে করা হয়। ড্রাগন ফুল একই সঙ্গে প্রতারণা ও বিশ্বাসের প্রতীক।
advertisement
6/6
ড্রাগন ফুলের অদ্ভুত রূপান্তরের ব্যাপারে জৈব রসায়নবিদ জোহানা এল রোজ বলেন, এই কঙ্কাল আসলে বীজপত্র। ফুলের পরাগায়নের পর পাপড়ি ঝরে গেলে এমন রূপ ধারণ করে। গর্ভাশয়ের ভেতর পুংকেশর ও অন্য উপাদানের অবস্থান এমন ফাঁকা যে, তাতে বাইরে চোখ-নাক ও মুখের আদল তৈরি হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: ওটা কী? গাছের ডালে সারি সারি কঙ্কালের মাথা! আচমকা দেখে চমকে যাবেন