TRENDING:

Viral News: বিয়ের দিন নতুন বউয়ের মোচড়! স্বামী পারলেন না লড়তে, সেই রাতেই তুলকালাম কাণ্ড...

Last Updated:
বিয়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
advertisement
1/8
বিয়ের দিন নতুন বউয়ের মোচড়! স্বামী পারলেন না লড়তে, সেই রাতেই তুলকালাম কাণ্ড...
বিয়েবাড়ি মানেই এক আজব জায়গা। সাজ-গোজ, বিয়ের নিয়ম কানুন, অতিথি আপ্যায়ন এইসব যাবতীয় নিয়ে এতোই ব্যস্ত হয়ে পড়েন সবাই যে খাওয়া দাওয়া মাথায় ওঠে। এমনকি কিছু কিছু বিয়ে বাড়িতে ভিড়ভাট্টা এমন বেড়ে যায় যে খেয়ালই থাকে না নিমন্ত্রিত অতিথি খেয়ে গেলেন কিনা।
advertisement
2/8
তবে বিয়েতে সবথেকে বেশি বোধহয় বড় কনে ব্যস্ত থাকেন ছবির পোজ দিতে। কারণ ইতিমধ্যেই ওয়েডিং ফটোগ্রাফি এক বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছে। ভাবুন তো, অত শখ করে নিয়োগ করা ফটোগ্রাফার (Photographer) আপনার চোখের সামনেই যদি ডিলিট করে দেয় বিয়ের সমস্ত সুন্দর মুহূর্তের ছবি! এমনই এক বিস্ময়কর ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
advertisement
3/8
আজকের দিনে বিয়ের অনুষ্ঠানে তো বটেই, তার আগে থেকেই শুরু হয়ে যায় ছবি তোলা। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে ধরে রাখাতে ছবি ও ভিডিওর জুড়ি নেই। আর সেইজন্যই বিয়েতে পেশাদার ফটোগ্রাফার নিয়োগের প্ৰচলন চলে আসছে। যাতে ফটোগ্রাফার নিজের সেরাটুকু দিয়ে আরও সুন্দর করে তোলেন বিশেষ সেই মুহূর্তগুলো। কিন্তু এই বিয়েবাড়িতে ঘটলো এক উলোট পুরান। নিজেরই তোলা সব ছবি মুছে দিলেন সেই ছবি তুলিয়ে।
advertisement
4/8
‘রেডিট’-এ নিজেই নিজের কীর্তি ফাঁস করেছেন ওই ফটোগ্রাফার। তবে সেই সঙ্গে এও জানাতে ভোলেননি যে তিনি আসলে সেই অর্থে পেশাদার ফটোগ্রাফারও নন। সে না হয়, নাই হলেন। কিন্তু কেন এভাবে বিয়ের আসরের ছবি তুলেও এই কাণ্ড ঘটালেন তিনি? জানা গিয়েছে, ফটোগ্রাফারের সঙ্গে ২৫০ ডলারের চুক্তি হয়েছিল ছবি তোলার জন্য।
advertisement
5/8
সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ছবি তোলা। চুক্তি ছিল সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত ছবি তোলা হবে। কিন্তু গোল বাঁধে বিকেলে। ফটোগ্রাফারের কথায়, ”বিকেল ৫টা নাগাদ যখন খাবার পরিবেশন করা হচ্ছিল আমি ওদের জানাই আমার খুব খিদে পেয়েছে। না খেয়ে আমি থাকতে পারব না। কিন্তু ওরা রাজি হয়নি। এদিকে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘরটায় এসি ছিল না। গরম পড়েছিল খুবই।”
advertisement
6/8
ফটোগ্রাফারের দাবি, তিনি এসে বরবেশী যুবককে বলেন, ২০ মিনিটের একটা ব্রেক দিতে। কিছু খাদ্য ও পানীয় না পেলে তাঁর পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সেকথা শুনে রীতিমতো তিরিক্ষি মেজাজে বর উত্তর দেন, ”ওসব হবে না। হয় ছবি তোলো। নয়তো খালি হাতে ফিরে যাও।” স্বাভাবিক ভাবেই এরপর মেজাজ হারান ওই ফটোগ্রাফার। একদিকে গরম, অন্যদিকে খিদেয় কাতর যুবক এরপর বরের চোখের সামনে সব ছবি ডিলিট করে দেন।
advertisement
7/8
advertisement
8/8
বরাবরই প্রিয় সারমেয়র ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভালোবাসেন ওই ফটোগ্রাফার যুবক। এখনও তাতেই মেতে আছেন। তবে ২৫০ ডলার না পাওয়ার কোনও খেদ নেই তাঁর। তাঁর জবাব, " ক্লান্তি ও খিদের সেই মুহূর্তে ২৫০ ডলারের আর মায়া ছিল না। তার চেয়ে এক গ্লাস ঠান্ডা জলই ছিল পছন্দের।”
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: বিয়ের দিন নতুন বউয়ের মোচড়! স্বামী পারলেন না লড়তে, সেই রাতেই তুলকালাম কাণ্ড...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল