Viral News: নেই কোনও দুর্নীতি শুধুই শান্তি, আমৃত্যু এই শহরের মেয়র ছিল এক বিড়াল
- Published by:Sudip Paul
Last Updated:
Viral News: বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অজানা ঘটনা ঘটে। অদ্ভূত ঘটনাও ঘটতে দেখা গেছে। তেমনই হল এক বিড়ালের শহরের মেয়র হওয়ার ঘটনা। ২০ বছরের বেশি সময় ধরে এক শহরের মেয়রের দায়িত্ব সামলেছেন ওই বিড়াল।
advertisement
1/6

বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অজানা ঘটনা ঘটে। অদ্ভূত ঘটনাও ঘটতে দেখা গেছে। তেমনই হল এক বিড়ালের শহরের মেয়র হওয়ার ঘটনা। ২০ বছরের বেশি সময় ধরে এক শহরের মেয়রের দায়িত্ব সামলেছেন ওই বিড়াল।
advertisement
2/6
মেয়র হিসেবে ওই বিড়াল যেভাবে দায়িত্ব পালন করেছে তা খুশি করেছে শহরবাসীকে। কোনও রকম অভিযোগও ওঠেনি ওই বিড়ালের বিরুদ্ধে। এতটাই খুশি ছিল শহরবাসী যে ওই বিড়ালকে মেয়র পদ থেকে কোনও দিন সরানোর কথা ভাবা হয়নি।
advertisement
3/6
আলাস্কার একটি ছোট্ট শহর টালকিটনা। ক্ষুদ্র শহর বলতে যা বোঝায় ঠিক তাই। জন সংখ্যা মাত্র হাজার জন। তার আয়তনের জন্য এ শহরেরও এক মেয়র প্রয়োজন আছে এমনটা কারও মনে হয়নি। ফলে এ শহরে কখনওই কোনও মেয়র ছিল না।
advertisement
4/6
১৯৯৭ সালে স্টাবস নামে এই মিশুকে বিড়ালটির সকলের সঙ্গে মিশে যাওয়ার স্বভাব শহরবাসীর খুব মনে ধরে। বিড়ালটির গায়ের রং ছিল কমলা। তাঁদের প্রস্তাবেই শহরের মেয়র পদে বসানো হয় বিড়ালটিকে।
advertisement
5/6
এমন একটা দিনও বাদ যেত না যেদিন সে রাস্তায় ঘুরে প্রত্যেকের সঙ্গে আলাপ করে বেড়াত না। হতে পারে সে কথা বলতে পারত না। কিন্তু মিশুকে স্বভাবের বিড়ালটি কি বলতে চায় তা বুঝতে কখনও অসুবিধা হয়নি।
advertisement
6/6
১৯৯৭ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত মেয়র স্টাবস ছিল শহরের তথাকথিত প্রধান। ২০১৭ সালে তার মৃত্যু হয় ওই বিড়ালটির। প্রয়াত বিড়ালটি এতই ভালোবেসে ফেলেন যে তারপর থেকে আর কাওকে মেয়র করা হয়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: নেই কোনও দুর্নীতি শুধুই শান্তি, আমৃত্যু এই শহরের মেয়র ছিল এক বিড়াল