TRENDING:

Viral News: মহাকাশে মহাতোলপাড়! সূর্যের থেকে ৫৭ হাজার কোটি গুণ উজ্জ্বল তুমুল শক্তিশালী, চোখ ঝলসাতে সেকেন্ডও লাগবেনা

Last Updated:
Viral News: এটি নক্ষত্র না গ্যাসীয় গোলা সেই রসহ্যভেদেই চলছে বিশাল পরীক্ষা নিরীক্ষা
advertisement
1/13
মহাকাশে মহাতোলপাড়! সূর্যের থেকে ৫৭ হাজার কোটি গুণ উজ্জ্বল তুমুল শক্তিশালী, চোখ
পৃথিবীর থেকে প্রায় ৩৮০ কোটি প্রকাশ বর্ষ দূরে মহাকাশে রহস্যময় বস্তুর সন্ধান পাওয়া গিয়েছে ৷ যা সূর্যের থেকে ৫৭ হাজার কোটি গুণ বেশি উজ্জ্বল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
এমন রশ্মি আছে যা মুহূর্তেই জ্বালিয়ে দিতে পারে চোখ ৷ কিন্তু এতটাই দূরে অবস্থিত যে কোনও ভাবেই তা দেখা সম্ভব নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
প্রবল উত্তপ্ত গ্যাসের একটি গোলা বিজ্ঞানীরা এটি ভেবেই পাচ্ছেন না আসলে এই বস্তুটি কী? অনেক বিজ্ঞানীরা মনে করেন এটি দুর্লভ ম্যাগনেটার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে বেশি শক্তিশালী গোলা বলেই বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমির অধ্যাপক ফ্রিজিস্তাফ স্তানেক জানিয়েছেন এটি ম্যাগনেস্টার হলে এর শক্তিকে ১ থেকে ১০ স্কেলের বাইরে রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
অর্থাৎ ১১ স্কেলে রাখতে হবে ৷ এটি সবচেয়ে আগে অলস্কাই অটোমেটেড সার্ভে অফ সুপার পাওয়ার (ASAS-SN) দেখেছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
বেশ কয়েকটি টেলিস্টোপের একটি নেটওয়ার্ক ৷ যা মহাকাশে অত্যন্ত উজ্জ্বল বস্তুর খোঁজ খবর করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
(ASAS-SN)-এর সূচনা করা হয়েছিল ২০১৪ সালে ৷ তখন থেকে এখন পর্যন্ত ২৫০টি সুপারনেওয়া পাওয়া গিয়েছে, কিন্তু সেই সমস্ত বস্তু অত্যন্ত শক্তিশালী ও উজ্জ্বল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
এমনকী নক্ষত্র মন্ডলের সমস্ত নক্ষত্রের আলো যোগ করেও তার থেকে ২০ গুণ বেশি উজ্জ্বল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
স্তানেক জানিয়েছেন নিজেকেই প্রশ্ন করছেন যে আসলে এটি কী? এত উজ্জ্বল কোথা থেকে হচ্ছে ৷ এটাও হতে পারে এই দুলর্ভ সুপারনেওয়া মিলি সেকেন্ড ম্যাগনেটার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
দ্রুত গতির তারা ৷ এর কেন্দ্রে এত বেশি আলো আছে ৷ যার ম্যাগনেটিভ অত্যন্ত শক্তিশালী ৷ এক সেকেন্ডে এক হাজার রাউন্ড ঘুরছে ৷ এর কারণে অত্যন্ত উজ্জ্বল হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
আগামী কয়েক মাসের মধ্যে হ্যাভেল স্পেস টেলিস্কোপ এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবে এমনই প্রচেষ্টায় ৷ এর কেন্দ্রে এত বেশি আলো ও চুম্বকের আকর্ষণের স্তর রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
যা যেকোনও মহাকাশের বস্তুকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে ৷ তবে বুঝতে পারা যাচ্ছেনা আসলে আসলে এটি ম্যাগ্নেস্টার না সুপারনেওয়া অথা ব্ল্যাক হোল ৷ যা নিয়ে বিজ্ঞানীরা চর্চা করছেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: মহাকাশে মহাতোলপাড়! সূর্যের থেকে ৫৭ হাজার কোটি গুণ উজ্জ্বল তুমুল শক্তিশালী, চোখ ঝলসাতে সেকেন্ডও লাগবেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল