TRENDING:

Viral: পাহাড়ে ঘুরতে গিয়ে এ কী কাণ্ড! রাতে ক‍্যাম্প খাটিয়ে ঘুম, সকালে উঠেই যা দেখল ব‍্যক্তি...জানলেই শিউরে উঠবেন

Last Updated:
সম্প্রতি ঘুরতে গিয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক ব‍্যক্তি, যা শুনেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে যেকারও।
advertisement
1/9
পাহাড়ে ঘুরতে গিয়ে এ কী কাণ্ড! রাতে ক‍্যাম্প খাটিয়ে ঘুম, সকালে উঠেই যা দেখল ব‍্যক্তি...
কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। ঘুরতে যাওয়ার সুযোগ পেলেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়ে বঙ্গবাসী। ঘুরতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এমনও প্রচুর মানুষ রয়েছেন।
advertisement
2/9
তবে সম্প্রতি ঘুরতে গিয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক ব‍্যক্তি, যা শুনেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে যেকারও।
advertisement
3/9
পাহাড় সমুদ্র নাকি জঙ্গল, কোনটা পছন্দ? ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই চেনা প্রশ্ন এটি। কারও পছন্দ পাহাড়, তো কেউ আবার সমু্দ্রের ধারের নোনা হাওয়া খেতেই বেশি ভালবাসেন।
advertisement
4/9
সদ‍্য সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ব‍্যক্তির ভিডিও। Instagram অ্যাকাউন্ট @manav.brijwaasi থেকে পোস্ট করা হয়েছে ওই ভিডিওটি।
advertisement
5/9
ভিডিও অনুযায়ী, পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন ওই ব‍্যক্তি। সেখানেই এক ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতা বন্দি তার মোবাইল ফোনের ক‍্যামেরায়।
advertisement
6/9
পাহাড়ে গিয়ে রাতে ক‍্যাম্প খাটিয়ে থাকার অভিজ্ঞতা অনেকের রয়েছে। কেউ কেউ আবার এমনভাবে রাত কাটাবার সুপ্ত বাসনা মনে পুষে রেখেছেন। তবে এভাবে রাত কাটাতে গিয়ে শিউরে ওঠা ওই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন জনৈক ভিডিও পোস্টকারী।
advertisement
7/9
এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব‍্যক্তি তার ক‍্যাম্পের ভেতরেই বসে ছিলেন। তিনি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এবং রাতে ক‍্যাম্প খাটিয়ে ঘুমিয়েছিলেন।
advertisement
8/9
কিন্তু সকালে তিনি দেখেন তার ক্যাম্পের বাইরে দুটি সিংহ। আয়েশ করে ক‍্যাম্পের কাপড় চাঁটছে দুটি সিংহ। শিউরে ওঠার মতো এই ভিডিও প্রকাশ‍্যে আসতেই তোলপাড় ফেলে দেয় সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
9/9
ভিডিওটি কোথাকার, সে সম্পর্কে কোনও তথ্য নেই। সম্ভবত ভিডিওটি বিদেশের। কিন্তু দেখতে অত্যন্ত চমকপ্রদ। ওই ভিডিওটির সত‍্যতা যাচাই করেনি News 18 বাংলা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral: পাহাড়ে ঘুরতে গিয়ে এ কী কাণ্ড! রাতে ক‍্যাম্প খাটিয়ে ঘুম, সকালে উঠেই যা দেখল ব‍্যক্তি...জানলেই শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল