Viral News: এক মহিলায় মন ভরে না, একসঙ্গে পাঁচজনের সঙ্গে চক্কর চালাচ্ছিল যুবক, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: এক নারীতে তাঁর হয় না, তাই মেয়েদের নিয়ে চালাতেন ‘ছেলেখেলা’
advertisement
1/5

#লন্ডন: সম্পর্কে যদি প্রেম না থাকে আর বিশ্বাস শেষ হয়ে তাহলে দুরত্ব ক্রমশ বাড়তে থাকে৷ এই সব কিছু জানার পরেও বহু মানুষ সম্পর্কে বিশ্বাসঘাতকতা করেন৷ কিন্তু এটা ভাবেন না যে তাঁর পার্টনার যদি জানতে পারেন তাহলে কি হবে? সম্প্রতি ইংল্যান্ডের এক মহিলা জানতে পারলেন তাঁর বয়ফ্রেন্ডের অন্য সম্পর্ক আছে! তাও আবার আরও এক মহিলার সঙ্গে শুধু নয় (Woman found boyfriend affair with 4 other women) , তাঁর বয়ফ্রেন্ড ১-২ মহিলার সঙ্গে নয় ৪ মহিলার সঙ্গে চক্কর চলছে!
advertisement
2/5
লন্ডনের বাসিন্দা ২৭ বছরের মাইকেলা (নাম পরিবর্তিত) দ্য সান নামের ওয়েবসাইটে নিজের বয়ফ্রেন্ড নিয়ে চমকপ্রদ কথা বলেছেন৷ মাইকেলা এক ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যাডভাইজার আছেন৷ কিছু বছর আগে ৬ মাসের জন্য এক ব্যক্তির সঙ্গে ডেটিং করেছিলেন৷ হঠাৎই তাঁর মনে হয় তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ধোঁকা দিচ্ছেন৷ মাইকেলা বলেছেন যে যে মহিলার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের অ্যাফেয়ার চলছিল তাঁদের খুঁজে বার করেন তিনি৷
advertisement
3/5
৫ মহিলার সঙ্গে চলছিল চক্কর! মহিলার অভিযোগ তাঁর বয়ফ্রেন্ড এই বিষয়গুলিকে খুব বেশি লুকোতে পারতেন না৷ তাঁর মনে হত এটা খুব বাহাদুরির কাজ করছেন৷ মাইকেলা এক মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন৷ তাঁর ফটো দেখে মহিলা স্টক করতে শুরু করেন তাতে দেখতে পান তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে মহিলার ছবি!তাতেই তিনি বুঝতে পারেন বয়ফ্রেন্ড তাঁকে ধোঁকা দিচ্ছেন৷ ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে শুধু মহিলা আছে আরও৷ চার মহিলাকেই ধরে ফেলে সে৷ তাঁদের সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেন তিনি৷
advertisement
4/5
পাঁচ মহিলা মিলে শেখাল শিক্ষা তাঁর বয়ফ্রেন্ডের সম্পর্কে যাঁরা কথা বলেছিলেন তাঁদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন৷ যিনি ফিলর সার্জারি করেছিলেন৷ দ্বিতীয় মহিলার এক ভাগ্নি র সঙ্গে বন্ধু ছিলেন ওই মহিলা৷ তৃতীয়জন এক মহিলার সঙ্গে আগেই এক পার্টিতে দেখা করেছিলেন৷ এই মহিলাদের একজন বুঝতে পারছিলেন তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ধোঁকা দিচ্ছে৷ তিনি মাইকেলার সঙ্গে দেখা করে ওই বিষয়টি জানিয়ে দেন৷ এবার এই পাঁচজন মহিলা মিলে ওই বয়ফ্রেন্ডকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন৷
advertisement
5/5
পাঁচজন মহিলাকে একসঙ্গে দেখে ভয় পেয়ে যান ওই ব্যক্তি৷ তিনি সাফাই দিতে শুরু করেন৷ সব কজন মহিলা একসঙ্গে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ মাইকেলা জানিয়েছেন এই ব্রেকআপের পর তিনি মোটেই দুঃখী নন, কারণ তিনি নতুন চারটি বন্ধু পেয়েছেন৷ এদিকে ওই বয়ফ্রেন্ড এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: এক মহিলায় মন ভরে না, একসঙ্গে পাঁচজনের সঙ্গে চক্কর চালাচ্ছিল যুবক, তারপর...