TRENDING:

Fact Checked: শ্বশুরের সামনে 'চোলি কে পিছে' গানে নেচে বিয়ে বাতিল, ধরা পড়ল মারাত্মক সত্যি! এরকম কি হয়েছে আদৌ?

Last Updated:
Viral News: কনের বাবার সামনেই বর তাঁর বন্ধুদের সঙ্গে বলিউডের বিখ্যাত গান চোলি কে পিছে কেয়া হ্যায়-তে নাচছিলেন। শ্বশুর তা দেখেই চমকে ওঠেন। এতে বিয়ে বাতিল হয়েছে আদৌ? এরকম ঘটনা কি সত্যি?
advertisement
1/8
শ্বশুরের সামনে 'চোলি কে পিছে' নেচে বিয়ে বাতিল, ধরা পড়ল মারাত্মক সত্যি! এরকম কি হয়েছে আদৌ?
সোশ্যাল মিডিয়ায় সারাদিনে কত জিনিস ভাইরাল হয়। তেমনই এক বিয়ের ঘটনা নজর কেড়েছে নেটিজেনের যা অবিশ্বাস্য।
advertisement
2/8
খবরের কাগজে প্রকাশিত একটি সংবাদের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে শিরোনামে লেখা, বরের চোলি কে পিছে গানে নেচে বিয়ে বাতিল করলেন শ্বশুর।
advertisement
3/8
কনের বাবার সামনেই বর তাঁর বন্ধুদের সঙ্গে বলিউডের বিখ্যাত গান চোলি কে পিছে কেয়া হ্যায়-তে নাচছিলেন। শ্বশুর তা দেখেই চমকে ওঠেন।
advertisement
4/8
বরযাত্রীতে বরকে জোর করে বন্ধুরা নাচতে বলে। বাকিদের সঙ্গে গানের নাচে পা মেলাতে শুরু করেন বরও।
advertisement
5/8
নাচতে নাচতে আচমকা শ্বশুরের সামনে চলে আসে বর। শরীরে দুলিয়ে হবু জামাইয়ের এমন নাচ দেখে বিরক্ত হন শ্বশুর।
advertisement
6/8
পরিবারের বাকিদের সামনে হবু বরের এমন নাচ অত্যন্ত অপমানজনক বলে দাবি করে কনের পরিবার। তখনই সামনে আসে মারাত্মক সত্যি। বরকে শ্বশুর বলে দেন, এই বিয়ে হবে না।
advertisement
7/8
কান্নায় ভেঙে পড়ে কনে ও পরিবারের অন্যেরা। বর ও তাঁর পরিবারের লোকজন এটি নিছক মজা বলে দাবি করলেও কিছুতেই রাজি হননি কনের বাবা।
advertisement
8/8
দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হতেই বিয়ে বাতিল হয়ে যায়। দিল্লিতে ঘটেছে এই ঘটনা। সংবাদপত্রে এই খবর প্রকাশিত হতেই তার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কিন্তু পরে BOOM Live খুঁজে পেয়েছে যে মিথ্যা গল্পটি MX player-এর একটি বিজ্ঞাপনের অংশ হিসাবে প্রকাশিত হয়েছিল, যা Amazon-এর মালিকানাধীন একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এটি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এবং দ্রুত ভাইরাল হয়ে যায়, মিডিয়া আউটলেটগুলি ঘটনাটিকে সত্যি বলে ভুল রিপোর্ট করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Fact Checked: শ্বশুরের সামনে 'চোলি কে পিছে' গানে নেচে বিয়ে বাতিল, ধরা পড়ল মারাত্মক সত্যি! এরকম কি হয়েছে আদৌ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল