Viral News: একফোঁটাও বৃষ্টি হয়নি কখনও! উত্তরে আছে মেগা ট্যুইস্ট, রহস্য, রোমাঞ্চ, কড়া শীতেও গল গল করে ঘামবেন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
জানুন পৃথিবীর একমাত্র স্থান সম্পর্কে যেখানে কখনো বৃষ্টি হয়নি। জানুন কেন এখানে বৃষ্টি হয় না? যা এই স্থানটিকে পৃথিবীর একেবারে অনন্য করে তোলে।
advertisement
1/5

বৃষ্টিপাত হয় না এমন জায়গা প্রায় নেই৷ বৃষ্টি না হলে সেই জায়গা তো প্রাণের যোগ্যই নয়৷ কিন্তু পৃথিবীতে এমন জায়গা রয়েছে, যেখানে আজ পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি৷ কিন্তু সেখানকার প্রাক়তিক সৌন্দর্য দেখতে আজও বহু মানুষ সেখানে যায়৷
advertisement
2/5
জায়গাটি রয়েছে ইয়ামেনে৷ ওখানকার আল-হুতাই নামে এক গ্রামে৷ গ্রামটি অবস্থিত পাহাড়ের চূড়ায়৷ সেখান থেকে নীচের দৃশ্যটি দেখতে অপূর্ব লাগে৷ শীতের মরশুমে এখানে বেশ ঠান্ডা পড়লেও গ্রীষ্মকালে বাসিন্দাদের নানারকম অসুবিধার মধ্যে পড়তে হয়৷
advertisement
3/5
যাই হোক, এবার দেখা যাক কেন এই ব্যবস্থা? গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উপরে অবস্থিত৷ এই উচ্চতার কারণেই সাধারণত বৃষ্টিপাত হয় না৷ মেঘ তৈরি হয় প্রায় ২০০০ মিটার উচ্চতায়৷ এই গ্রাম তার চেয়েও অনেক উপরে অবস্থিত৷
advertisement
4/5
এই কারণেই বৃষ্টির ফোঁটা এই গ্রামে কখনও পৌঁছাতেই পারে না. ফলে সারা বছরই গ্রামটি শুকনো থাকে৷ কিন্তু তারপরও জনপ্রিয় এই গ্রাম৷ ঐতিহ্য-আধুনিক শৈলির একটি চমৎকার নিদর্শন এই বাড়িগুলো৷
advertisement
5/5
এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই ‘আল-বোহরা’ সম্প্রদায়ের লোক৷ বৃষ্টি না হলেও এই জায়গার অপূর্ব দৃশ্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে এখানে টেনে নিয়ে আসে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: একফোঁটাও বৃষ্টি হয়নি কখনও! উত্তরে আছে মেগা ট্যুইস্ট, রহস্য, রোমাঞ্চ, কড়া শীতেও গল গল করে ঘামবেন