TRENDING:

Viral News: মলাশয়ের ভিতরে ২ কিলোর ডাম্বেল, চিকিৎসকরা হাত ঢুকিয়ে বার করে আনলেন

Last Updated:
সাধারণ ভাবে কোথায় কোথায় ডাম্বেল দেখেছেন আপনি? জিমে দেখে থাকবেন যা নিয়ে ওয়ার্কআউট করে যাঁরা জিমে যায় তাঁরা৷
advertisement
1/4
মলাশয়ের ভিতরে ২ কিলোর ডাম্বেল, চিকিৎসকরা হাত ঢুকিয়ে বার করে আনলেন
#কলকাতা: সাধারণ ভাবে কোথায় কোথায় ডাম্বেল দেখেছেন আপনি? জিমে দেখে থাকবেন যা নিয়ে ওয়ার্কআউট করে যাঁরা জিমে যায় তাঁরা৷ কেউ কেউ আবার বাড়িতে ওয়ার্কআউট করার সময় পরীক্ষামূলকভাবে বাড়িতেও ডাম্বেল নিয়ে অনুশীলন করে থাকেন৷ আসলে দিন কয়ের আগে ব্রাজিলে চিকিৎসকরা জিমে ব্যবহার হওয়া ডাম্বেল এমন জায়গা থেকে বার করেছিলেন যে মানুষজন এটা নিয়ে কল্পনাও করতে পারবেন না৷ যেখানে থাকা এক ব্যক্তির মলাশয় থেকে দু কিলো ওজনের একটি ডাম্বেল বাইরে বার করেন৷
advertisement
2/4
ইন্টারন্যাশানাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টে প্রকাশিত খবরে এই বিষয়টি সামনে এসেছে৷ ব্রাজিলের মুআউসের বাসিন্দা এক ব্যক্তির পেট ব্যাথা হয়৷ তারপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়৷ যেখানে চিকিৎসকরা তাঁর এক্সরে করানোর সিদ্ধান্ত নেন৷ সেখানে সেই বক্তি প্রচপর নাটক করে৷ ওই ব্যক্তি এক্সরে করানোর জন্য প্রস্তুত ছিল না৷ যদিও চিকিৎসকরা রিপোর্ট দেখে অবাক হয়ে যায়৷ ওই ব্যক্তির মলাশয়ে ২ কিলোর ডাম্বেল ঢুকেছিল৷
advertisement
3/4
আন্তর্জাতিক জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টস অনুযায়ি এনা এলিসা ডি লন্ডা এয়র তাঁর দল বলেন প্রথমে তাঁরা ভেবেছিলেন টুইজার্সের সাহায্যে তা বার করে নেওয়া হবে৷ কিন্তু ডাম্বেল এতটাই ভারি ছিল যে তা এভাবে বার করা যায়নি৷ এরপর তাঁরা খুব ভয়ানক ভাবে ওই ডাম্বেলটা বার করে আনেন৷ ডাক্তাররা মলাশয়ে নিজের হাত ঢুকিয়ে মলাশয় থেকে বার করে আনেন৷
advertisement
4/4
চিকিৎসকরা সতর্ক করে দেন ব্যক্তি মলাশয় থেকে ডাম্বল বাইরে বার করে আনেন৷ কিন্তু এরপর ডাক্তাররা বাকিদের সতর্ক করে দিয়েছেন এইভাবে শরীরে ডাম্বেল ঢোকানো বা কোনও বাইরের জিনিস ঢোকানোর পরিণতি ভয়ানক হতে পারে৷ এতে শরীরের অন্তর্ভুক্তি খুবই ক্ষতিকারক হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: মলাশয়ের ভিতরে ২ কিলোর ডাম্বেল, চিকিৎসকরা হাত ঢুকিয়ে বার করে আনলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল