TRENDING:

Viral News: মৃত ঠাকুমার শরীরের পোড়া ছাই পাস্তা সসে মিশিয়ে একী করল যুবতী? শিউরে উঠবেন

Last Updated:
Viral News: আপনি ভাবতেও পারবেন না এই যুবতী ঠিক কী করেছে! তাও নিজের মা ও ভাইয়ের সঙ্গে! চমকে উঠবেন
advertisement
1/6
মৃত ঠাকুমার শরীরের পোড়া ছাই পাস্তা সসে মিশিয়ে একী করল যুবতী? শিউরে উঠবেন
কখন যে কার সঙ্গে কী ঘটে যায় কে বলতে পারে! জন্ম যেমন সত্যি, মৃত্যুও কিন্তু বড় সত্যি! আমাদের প্রিয়জনদের মৃত্যুর পর শরীর আগুলে পুড়িয়ে দেওয়া হয়, এবং ওই মৃত ব্যক্তির পোড়া ছাই দিয়ে দেওয়া হয় বাড়ির লোকেদের! photo source collected
advertisement
2/6
এবার সেই ছাই নিয়ে তা কেউ কেউ নদীতে ভাসিয়ে দেন! কেউ রেখে দেন! এক এক জনের আলাদা রীতি প্রচলিত! আবার কেউ কেউ সেই ছাই বাতাসে উড়িয়ে দেন! তবে আপনি অবাক হয়ে যাবেন এই যুবতীর কাণ্ড জানলে! photo source collected
advertisement
3/6
অস্ট্রেলিয়ায় এক ছোট্ট পরিবারে বাস ওই যুবতীর। তার নাম ছেয়েনি! সম্প্রতি মেলবোর্নের একটি মর্নিং ব্রেকফাস্ট শোতে সে যা বলে, তা শুনে চোখ কপালে উঠে যায় সকলের! photo source collected
advertisement
4/6
মেয়েটি জানায়, কয়েক বছর আগে তাঁর ঠাকুমার মৃত্যু হয়ে যায়! এরপর সেই ঠাকুমার পোড়া ছাই তাদের বাড়িতেই ছিল। সেই বাড়িতে সে ও তার মা আর ভাই থাকে! ভাইয়ের সঙ্গে অনেক দিন দেখা নেই! ঠাকুমার মৃত্যু নিয়ে সকলেই খুব কষ্টে ছিলেন। photo source collected
advertisement
5/6
আর তখন এই মেয়ের মাথায় এক অদ্ভুত বুদ্ধ আসে। সে সকালের ব্রেকফাস্ট বানানোর সময় ঠাকুমার দেহের সেই পোড়া ছাই পাস্তা সসে মিশিয়ে দেয়! শুধু তাই নয় পাস্তাতে সেই ছাই মেশানো সস দিয়ে সকলকে খাবার পরিবেশন করে! photo source collected
advertisement
6/6
প্রথমে তার মা ও ভাই খায়! মেয়েটি ভাবে এটা একটা মজার জিনিস করা হবে, সকলের মন খারাপ ভাল হয়ে যাবে! বহুদিন কাউকে কিছু না জানিয়ে সে এমন কাজ করতেই থাকে! তবে জানাজানি হতেই চমকে যান পরিবারের সদস্যরা! photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: মৃত ঠাকুমার শরীরের পোড়া ছাই পাস্তা সসে মিশিয়ে একী করল যুবতী? শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল