TRENDING:

Viral News: কীভাবে বারবার স্ত্রীকে করবেন প্রেগন্যান্ট, ফেসবুকে পদ্ধতি বাতলে দিলেন ডক্টর শেখ!

Last Updated:
মালয়শিয়ায় বসবাসকারী এক মহাকাশচারী অবশ্য সম্প্রতি স্ত্রীর- থেকে অনেক সন্তান জন্ম দেওয়ানোর সিক্রেট শেয়ার করেছেন৷ এই খবর এখন ভাইরাল নিউজ (Viral News)৷
advertisement
1/4
কীভাবে বারবার স্ত্রীকে করবেন প্রেগন্যান্ট, ফেসবুকে পদ্ধতি বাতলে দিলেন ডক্টর শেখ!
#মালয়শিয়া: দুনিয়ার এমন অসংখ্য দেশ রয়েছে যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণে পা দিয়েছে৷ পপুলেশন কন্ট্রোল (Population Control) খুবই জরুরি৷ যদি মানুষ নিজেদের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারে তাহলে খুব দ্রুত পৃথিবীর সব সম্পদ শেষ হয়ে যাবে৷ এর প্রচুর ক্ষতি আছে৷ এই কথা মাথায় রেখেই চিন সময়ের আগেই এক পরিবারে এক সন্তান নীতি এনে দিয়েছে৷ ভারত সরকারও জোর দিয়েছে ২ সন্তানের ওপর৷ মালয়শিয়ায় বসবাসকারী এক মহাকাশচারী অবশ্য সম্প্রতি স্ত্রীর- থেকে অনেক সন্তান জন্ম দেওয়ানোর সিক্রেট শেয়ার করেছেন৷ এই খবর এখন ভাইরাল নিউজ৷ Photo- Representative
advertisement
2/4
সবে সবেই ডক্টর শেখ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন৷ যা নিয়ে কিছুক্ষণের মধ্যেই তীব্র আলোড়ন তৈরি হয়েছে৷ নিজের ফলোয়ারদের মধ্যে তিনি জানিয়েছেন কিভাবে পুরুষরা নিজের স্ত্রীয়ের থেকে বেশি করে সন্তান উৎপাদন করাবেন৷ এই পোস্টে দেখে লোকের রাগ সপ্তমে পৌঁছে যায়৷ Photo- Representative
advertisement
3/4
ডক্টর শেখ ফেসবুকে ১৮ মার্চ পোস্ট শেয়ার করেছিলেন, সেখানে তিনি লেখেন তিনি সবসময়েই বড় পরিবার চাইতেন৷ কিন্তু সে জন্যে নিজের স্ত্রীয়ের মতামতটাও জরুরি৷ কারণ দিনের শেষে মহিলাদের শরীরেই সন্তান ধারণ হয়৷ তাই তাঁদের সমর্থণ ছাড়া অধিক সন্তান ধারণ সম্ভব নয়৷ তাই নিজের স্ত্রীকে বেশি বেশি করে সন্তানধারণের জন্য বোঝান৷ Photo- Representative
advertisement
4/4
কেনাকাটা করানো থেকে উপহারের লোভ! ডক্টর শেখ বলেছেন নিজের স্ত্রীকে বিভিন্ন কথা দেন তিনি৷ তারপরেই তাঁর স্ত্রী ফের সন্তানধারণের জন্য রাজি হয়ে যান৷ তিনি স্ত্রীয়ের দেখাশোনা করার কথা দেন৷ তারপর নিজের স্ত্রীয়ের রূপের প্রশংসা করেন৷ তিনি এও বলেন যাঁর স্ত্রী যদি ফের সন্তান ধারণ করেন তাহলে তিনি তাঁকে কেনাকাটা করাবেন! তিনি এও বলেন ভবিষ্যতে তিনি সন্তানদের দেখভাল করবেন৷ এইভাবেই তিনি প্রেগন্যান্ট হতে রাজি হয়ে যান৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: কীভাবে বারবার স্ত্রীকে করবেন প্রেগন্যান্ট, ফেসবুকে পদ্ধতি বাতলে দিলেন ডক্টর শেখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল