Viral News: ৫ মাস বিয়ের পরেও স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি! একদিন ভালবেসে স্বামী বলল ৩ শব্দ, পেল এমন উত্তর ভাবাই যায় না...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: নতুন বউয়ের থেকে ৫ মাস দূরে ছিল ওই যুবক। মনের কষ্টে স্ত্রীর কথা মনে পড়লে তাকে ভালবেসে ফোন করে স্বামী। তারপর? ভাবতে পারবেন না এমন কাণ্ড...
advertisement
1/10

রাজস্থানের ডুঙ্গারপুরে এক নববধূ তাঁর মায়ের বাড়ি গিয়েছিল। কিন্তু যখন সে ৫ মাস পরেও ফিরে আসেনি, তখন স্বামীর মাথায় হাত। এবং তারপর যা ঘটল শুনে সবাই হতবাক।
advertisement
2/10
সম্প্রতি রাজস্থানের ডুঙ্গারপুরে বিয়ের একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। যেখানে গত বছর মার্চ মাসে এক যুবকের বিয়ে হয়েছিল এক সুন্দরী মেয়ের সঙ্গে। সুন্দরী নববধূ পেয়ে যুবকও খুব খুশি ছিল।
advertisement
3/10
কিন্তু বিয়ের কয়েক মাস পরেই মেয়েটি তাঁর মায়ের বাড়ি চলে যায়। খুশি মনে যুবকটি তাঁর স্ত্রীকে মায়ের বাড়ি পাঠায়। নতুন বউয়ের থেকে ৫ মাস দূরে ছিল ওই যুবক। মনের কষ্টে স্ত্রীর কথা মনে পড়লে তাঁকে ভালবেসে ফোন করে স্বামী।
advertisement
4/10
জিজ্ঞাসা করে, "তুমি কবে আসবে?" কিন্তু ফোনে এমন উত্তর পেয়ে যুবকটি হতবাক হয়ে যায়। আসুন জেনে নিই পুরো ঘটনা। পুলিশ সূত্রে খবর, আসলে এই বিয়ে করানোর বিনিময়ে দালাল এক মহিলা ৪ লাখ টাকা আদায় করেছিল। বিয়ের ৫ মাস পর নববধূ ১৫ ভরি সোনা, রূপার গয়না এবং ৪৭ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায়।
advertisement
5/10
পুরো ঘটনাটি নিয়ে হতবাক যুবক এখন থানার এসপির কাছে বিচারের আবেদন জানিয়েছে। সাগওয়াড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
6/10
ঘটনায় ভুক্তভোগী সাগওয়াড়া থানা এলাকার পুনর্বাস কলোনির বাসিন্দা নবীন কলালের ছেলে মনোহরলাল কলাল। তাঁর দাবি, স্ত্রী মনিকা কপিল কদম মধ্যপ্রদেশের বাসিন্দা। তাঁর বোনের বিয়ে ওবেরি থানা এলাকার গামড়া ব্রাহ্মণিয়া গ্রামে করানো হয়েছিল। যার কারণে মনিকা এবং তাঁদের আসা যাওয়া ছিল।
advertisement
7/10
এই সময়ে নবীনের বিয়ে নিয়ে মনিকার সঙ্গে আলোচনা হয়। মনিকা ৪ লাখ টাকা নিয়ে তাঁর ৬ মার্চ ২০২৪-এ রাখির সঙ্গে বিয়ে করায়। বিয়ের পর ৪ থেকে ৫ মাস পর্যন্ত রাখি তাঁর বাড়িতে স্ত্রীর মতো ছিল। এরপর রাখির উৎসব হওয়ায় সে বাড়ি যাওয়ার কথা বলে বের হয়।
advertisement
8/10
রাখি প্রায় ১৫ ভরি সোনা রূপার গয়না এবং ৪৭ হাজার টাকা নগদ নিয়ে যায়। কিন্তু তারপর রাখি আর বাড়ি ফিরে আসেনি।
advertisement
9/10
অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে আসেনি এবং স্বামীর ফোন নম্বরও ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। ভুক্তবোগী জানিয়েছে যে, রাখি আগে থেকেই বিবাহিত ছিল। তবুও তাঁকে তাঁর বিয়ের আগে থেকে বিবাহিত হওয়ার বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। মনিকা রাখির কুমারী হওয়ার কথাই বলেছিল।
advertisement
10/10
নবীন কলাল এসপিকে অভিযোগ জমা দিয়েছেন। যদিও স্বামীর কাছে এখনও ফেরেনি স্ত্রী। আদৌ ফিরবে কি না তাও জানা যায়নি। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে পাত্রের পরিবার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: ৫ মাস বিয়ের পরেও স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি! একদিন ভালবেসে স্বামী বলল ৩ শব্দ, পেল এমন উত্তর ভাবাই যায় না...