TRENDING:

World record news: ২৪ ঘণ্টায় ১০০০ জনের সঙ্গে ঘনিষ্ঠতা! নজির গড়তে রাতভর প্রস্তুতি নিচ্ছেন তরুণী

Last Updated:
Viral news intimacy record: অভিনব নজির গড়ার প্রস্তুতি নিচ্ছেন দুষ্টু ছবির তারকা। কিন্তু কী নজির, জানলে আপনারাও অবাক হবেন। যৌনতার নজির।
advertisement
1/5
২৪ ঘণ্টায় ১০০০ জনের সঙ্গে ঘনিষ্ঠতা! নজির গড়তে রাতভর প্রস্তুতি নিচ্ছেন তরুণী
অভিনব নজির গড়ার প্রস্তুতি নিচ্ছেন দুষ্টু ছবির তারকা। কিন্তু কী নজির, জানলে আপনারাও অবাক হবেন। ২৪ ঘণ্টার মধ্যে ১০০০ জনের সঙ্গে ঘনিষ্ঠতায় লিপ্ত হতে চান নীলছবির তারকা লিলি ফিলিপস। Image: Instagram/lilyphillip_s
advertisement
2/5
এর জন্য যেমন তিনি নিজে প্রস্তুতি নিচ্ছেন, তেমনই প্রতিযোগিতার আয়োজন করেছেন। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে আবেদন করতে পারেন। সেরা ১০০০ জনকে বেছে নেওয়া হবে লিলির বিশেষ মুহূর্তের সঙ্গী হিসাবে। Image: Instagram/lilyphillip_s
advertisement
3/5
এর নাম রাখা হয়েছে ‘রেকর্ড ব্রেকিং ইভেন্ট অব দ্য ইয়ার’। ২০২৫ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে ইভেন্টটি। যেখানে লিলি ২৪ ঘণ্টায় ১০০০ জনের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে নজির গড়বেন। Image: Instagram/lilyphillip_s
advertisement
4/5
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই নজির রয়েছে লিসা স্পার্কের নামে। তিনি ২০০৪ সালে পোল্য়ান্ডে ২৪ ঘণ্টায় ৯১৯ জনের ঘনিষ্ঠ হয়েছিলেন। এই রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন লিলি ফিলিপ। Image: Instagram/lilyphillip_s
advertisement
5/5
লিলির এই প্রসঙ্গে বলেন, “এইটা অনেকটা বক্সিং ম্যাচের মতো। আমার মনে হয় শেষে হয়তো শরীরে খুব ব্য়থা হবে, কিন্তু মনের জোর দিয়ে সব বাধা পেরোতে চাই।” তবে চিকিৎসকদের মতে এই ধরনের প্রতিযোগিতা যেমন যৌন রোগের সম্ভাবনা বাড়ায়, তেমনই ২৪ ঘণ্টা যৌনতার ফলে নানা সমস্যা হতে পারে। Image: Instagram/lilyphillip_s
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World record news: ২৪ ঘণ্টায় ১০০০ জনের সঙ্গে ঘনিষ্ঠতা! নজির গড়তে রাতভর প্রস্তুতি নিচ্ছেন তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল