Viral News: মন ভাল করা খবর! ১৩৫ বছর বয়সে প্রথমবার বাবা হল 'ঠাকুরদা', ছবি দেখে গোটা বিশ্ব হতবাক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: 'Age is just a number' অর্থাৎ, বয়স শুধুই সংখ্যামাত্র। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে গোটা বিশ্বকে চমকে দিল 'অ্যাবুয়েলো'।
advertisement
1/7

'Age is just a number' অর্থাৎ, বয়স শুধুই সংখ্যামাত্র। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে গোটা বিশ্বকে চমকে দিল 'অ্যাবুয়েলো'।
advertisement
2/7
মায়ামির চিড়িয়াখানায় গ্যালাপাগোস কচ্ছপের প্রথমবার বাবা হওয়ার খবরে স্তম্ভিত সকলেই।
advertisement
3/7
১৩৫ বছর বয়সে প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেল এই বয়স্ক কচ্ছপ। 'অ্যাবুয়েলো' নামটির অর্থ স্প্যানিশে 'ঠাকুরদা', কিন্তু এবার সে হয়ে উঠেছে এক গর্বিত বাবা।
advertisement
4/7
এই উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদযাপনের আয়োজন করেছিল এক পার্টির। ছিল রঙিন বেলুন, সাজসজ্জা এবং এক স্বাস্থ্যকর সবজির কেক।
advertisement
5/7
অ্যাবুয়েলোর জন্মদিন ও প্রথম ফাদার্স ডে একই সঙ্গে উদযাপন করে চিড়িয়াখানা এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।
advertisement
6/7
গ্যালাপাগোস কচ্ছপদের আয়ু দীর্ঘ হয়, তবুও এমন বয়সে প্রথমবার বাবা হওয়া একটি বিরল ঘটনা।
advertisement
7/7
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ প্রথমবার বাবা 'অ্যাবুয়েলো'ই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: মন ভাল করা খবর! ১৩৫ বছর বয়সে প্রথমবার বাবা হল 'ঠাকুরদা', ছবি দেখে গোটা বিশ্ব হতবাক