TRENDING:

প্রথমে একটা অদ্ভুত 'খসখস' শব্দ, কাছে যেতেই বালিশটা নড়তে শুরু করল, খুলে যা দেখলাম...' গায়ের রোম খাঁড়া হয়ে গেল!

Last Updated:
Viral: এমনই একটি ঘটনা ঘটেছে যা দেখলে আপনারও মেরুদণ্ড দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ক্রমশ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। যে ভাবে এক ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে ছিলে বাড়িরই খুব চেনা জায়গায় যে দেখেই আঁতকে উঠছেন মানুষ।
advertisement
1/13
প্রথমে একটা অদ্ভুত 'খসখস' শব্দ, কাছে যেতেই বালিশটা নড়তে শুরু করল, খুলে যা দেখলাম...!
গরমকাল মানেই মশা মাছি থেকে পোকা মাকড়ের উপদ্রব। বাড়তে থাকে আরশোলা, ছারপোকা থেকে শুরু করে ইঁদুর ছুঁচোর উপদ্রব। আর তাতে নাজেহাল অবস্থা হয় বাড়ির গৃহস্থের। কখনও ছুটতে হয় মশার স্প্রে নিয়ে তো কখনও ইঁদুর মারা বিষ কিনতে ছোটো। কিন্তু আরও একটি প্রাণীও এই সময় মানুষের অজান্তেই ঢুকে পরে ঘরে। বলুন তো কী সেই প্রাণী?
advertisement
2/13
হ্যাঁ। এই গরমকাল থেকে বর্ষাকাল নিঃশব্দে বাড়িতে কিন্তু ঢুকে আসতেই পারে সাপ। সাপ খোপের উপদ্রব বর্ষায় বাড়লেও, গরমেও আপনার বোঝার আগেই ঘরের কোণে সন্তর্পনে এসে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর প্রাণীটি।
advertisement
3/13
এমনই একটি ঘটনা ঘটেছে যা দেখলে আপনারও মেরুদণ্ড দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ক্রমশ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। যে ভাবে এক ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে ছিলে বাড়িরই খুব চেনা জায়গায় যে দেখেই আঁতকে উঠছেন মানুষ।
advertisement
4/13
সবে ঘুমোতে যাওয়ার তোড়জোড় করছিলেন এক ব্যক্তি। সেইসময় হঠাৎ বালিশ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কীসের শব্দ হচ্ছে তা দেখার জন্য সবাই ঝুঁকে পড়লেন। এরপর বালিশের কভার খুলতেই মুহূর্তে সবাই কেঁপে উঠলেন। Representative Image
advertisement
5/13
শুনলে চমকে যাবেন যে বালিশটিতে আর কিছুই ছিল না, শুধু ছিল একটা জলজ্যান্ত সাপ। ভয়ঙ্কর সেই প্রাণীর নিঃশ্বাসের শব্দই আসলে ভেসে আসছিল। ভয়ঙ্কর এই দৃশ্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে চরম ভাইরাল হচ্ছে। Representative Image
advertisement
6/13
বালিশে সাপটি দেখতে পেয়েই কালবিলম্ব না করে পরিবারটি তৎক্ষণাৎ বন দফতরকে খবর দেয়। তারা লোহার রডের সাহায্যে বালিশ থেকে এই সাপটিকে টেনে বের করেন। যদিও জানা যাচ্ছে এটি আদতে একটি পুরনো ভিডিও। তবে এটি সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে ভাইরাল হচ্ছে।
advertisement
7/13
এই ভিডিওটি reenagarg_hr06_ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে অনেক মন্তব্যও করেছেন নেটিজেনরা।
advertisement
8/13
প্রসঙ্গত জেনে রাখা ভাল সাপ সম্পর্কে এমন কিছু তথ্য যা আমাদের অনেকেরই অজানা। জানলে অবাক হবেন, কিং কোবরা অন্যান্য সাপের তুলনায় বেশি দিন বাঁচে। এই সাপের আয়ুষ্কাল প্রায় ২০ বছর।
advertisement
9/13
অন্যান্য সরীসৃপের তুলনায় কোবরা খরা, খাদ্য ঘাটতি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের শিকার কম হয়। কারণ এই সাপটির বাস্তুতন্ত্রের সেই প্রাণী যারা দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকতে পারে এবং যাদের খুব বেশি জলের প্রয়োজন হয় না।
advertisement
10/13
আসলে সাপ সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকেই সাপ নিয়ে বেশী আতঙ্কিত হয়ে এমন কিছু ভুল করে বসেন যা তাঁদের জীবনের ঝুঁকির কারণ হয়ে ওঠে।
advertisement
11/13
কিং কোবরা সম্পর্কে খুব কম লোকই জানেন যে এরা কেবল অন্যান্য প্রাণীই খায় না, ভয়ঙ্কর এই সাপটি অপর কিং কোবরাকেও খায় এবং সাপই এদের প্রিয় খাবার। যদি কাছাকাছি সাপ না পাওয়া যায়, তাহলে এরা টিকটিকি এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী খায়।
advertisement
12/13
স্ত্রী কিং কোবরা ডিম পাড়ে এবং তাদের জন্য বাসা তৈরি করে রক্ষা করে। বাসা তৈরির উদ্দেশ্য কিন্তু এতে বসবাস করা নয়, বরং ডিম রক্ষা করা। সে তার বাসা তৈরির জন্য অনেক ধরণের ডালপালা এবং পাতা ব্যবহার করে। স্ত্রী সাপ যখন খাবারের জন্য বাইরে যায় তখন পুরুষ কোবরাকে বাসা পাহারা দিতে দেখা যায়।
advertisement
13/13
কিং কোবরাকে বিশ্বের দ্রুততম সাপগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এর চলমান গতি প্রতি সেকেন্ডে ৩.৩৩ মিটার। মজার ব্যাপার হল এরা কখনও মানুষের পিছনে ধাওয়া করে না। কিন্তু এরা বিপদ অনুভব করলেই কেবল আক্রমণ করার চেষ্টা করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
প্রথমে একটা অদ্ভুত 'খসখস' শব্দ, কাছে যেতেই বালিশটা নড়তে শুরু করল, খুলে যা দেখলাম...' গায়ের রোম খাঁড়া হয়ে গেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল