Indian Railways: আজব স্টেশন বটে! ট্রেনের ইঞ্জিন থাকে এক রাজ্যে, বগি অন্য রাজ্যে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: ট্রেন এই স্টেশনে দাঁড়ালেই ট্রেনের ইঞ্জিন কখনও থাকে মধ্যপ্রদেশে আর বগি থাকে রাজস্তান রাজ্যের মধ্যে।
advertisement
1/7

সত্যি আজব রেলস্টেশন বটে। ট্রেনের মাথা অর্থাৎ ইঞ্জিন থাকে এক রাজ্যে আর লেজ অর্থাৎ বগি অন্য রাজ্যে। শুনে অবাক লাগলেও ঘটনাটি ধ্রুব সত্যি।
advertisement
2/7
তবে এমন আজব রেলস্টেশন দেখতে কিংবা তার মজা লুটতে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পাড়ি দিতে হবে না। এমন রেলস্টেশনের দেখা মিলবে দেশের গণ্ডির মধ্যেই। আজব এই রেল স্টেশনের নাম ভবানী মান্ডি (Bhawani Mandi)। প্রতীকী ছবি।
advertisement
3/7
স্টেশনটি ভারতের দুই রাজ্য মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সীমান্তে অবস্থিত। তবে এই স্টেশনকে অনেকে সবজি মান্ডি হিসাবেই চেনেন। কারণ কমলালেবু উৎপাদন এবং সংরক্ষণে নাগপুরের পরেই একেবারে দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে এই ভবানী মান্ডি রেল স্টেশনটি।
advertisement
4/7
স্টেশনে প্রতিদিন গড়ে ৪০টি ট্রেন দাঁড়ায়। এমনকী দেশের প্রায় ৩০০টি রেল স্টেশনের সঙ্গে যুক্ত ভবানী মান্ডি রেল স্টেশন। সবচেয়ে মজার বিষয় হল এই স্টেশনের টিকিট বুকিং কাউন্টারটি মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায়। কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সারি পৌঁছে যায় রাজস্থানের ঝালাওয়ার জেলা পর্যন্ত। গড়ে প্রতিদিন আট হাজার যাত্রী এই স্টেশনের মাধ্যমেই তাঁদের গন্তব্যে পৌঁছে যান নির্বিঘ্নে।
advertisement
5/7
স্টেশনে আসা যাত্রীরা খাবার খান মধ্যপ্রদেশে আর জল পান করেন রাজস্থানে গিয়ে। এমনকী স্টেশনে কোনও দুর্ঘটনা আর অপরাধের মতো ঘটনা ঘটলে মধ্যপ্রদেশ এবং রাজস্থান দুই রাজ্যের পুলিশই ব্যবস্থা নেয় সযত্নে। এই স্টেশনের প্রবেশ পথটি মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায় আবার রেলস্টেশনের ওয়েটিং রুমটি রাজস্থানের ঝালাওয়ার জেলার মধ্যে অবস্থিত। স্টেশনের প্রশাসনিক ব্যবস্থা যেমন উন্নত, তেমনএ পর্যটকদের জন্য স্টেশনটিকে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করেছে ভারতীয় রেল।
advertisement
6/7
এই স্টেশনের প্রবেশ পথটি মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায় আবার রেলস্টেশনের ওয়েটিং রুমটি রাজস্থানের ঝালাওয়ার জেলার মধ্যে অবস্থিত। স্টেশনের প্রশাসনিক ব্যবস্থা যেমন উন্নত, তেমনএ পর্যটকদের জন্য স্টেশনটিকে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করেছে ভারতীয় রেল। প্রতীকী ছবি।
advertisement
7/7
আরও একটি আশ্চর্যজনক বিষয়, যা পর্যটকদের মন কেড়ে নিতে পারে এক নিমেষে, তা হল স্টেশনের একটি সাইন বোর্ড মধ্যপ্রদেশে আর অন্যটি রাজস্থানে!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: আজব স্টেশন বটে! ট্রেনের ইঞ্জিন থাকে এক রাজ্যে, বগি অন্য রাজ্যে!