Viral Marriage: কোমরে বন্দুক! গায়ে ২০০ কেজির গয়না! রাস্তায় উড়ছে লাখ লাখ টাকা! বিয়েতে ভাইরাল 'দাবাং' মহিলারা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Marriage: মহিলাদের গায়ের গয়না দেখলে চমকে যাবেন! আবার তাদের কোমরে বন্দুক! রাস্তায় টাকা ছড়াতে ছড়াতে চলেছে বরযাত্রী! তুমুল ভাইরাল বিয়ে
advertisement
1/14

বিয়ে বাড়ি মানেই সাজগোজ, ডিজাইনার পোশাক! খানাপিনা বাজনা আরও কতকি! তবে এমন বিয়ে বাড়ি আপনি দেখেননি! চমকে যাবেন! একেবারে যেন সিনেমার মতো ঘটনা ঘতল এই বিয়ে বাড়িতে!
advertisement
2/14
গোটা দেশেই এখন বিয়ের মরশুম চলছে। গুজরাতেও চলছে বিয়ের মরশুম। আর সেই বিয়েতেই দেখা গেল এক অবাক করা ছবি!
advertisement
3/14
গুজরাটের রাজকোট শহরে একটি বিয়ের প্রশেসন দেখা গেল রাস্তায়! প্রায় ৫০০-র বেশি লোক এই প্রশেসনে রাস্তায় নামলেন।
advertisement
4/14
কিন্তু এই বিয়ের প্রশেসনে সব থেকে বেশি নজর কাড়লেন কয়েকজন মহিলা! তাদের পরনে গুজরাটি শাড়ি! সে তো ঠিক আছে চমকে যাবেন ওই মহিলাদের কথা জানলে
advertisement
5/14
গুজরাতের এই মহিলারা বিয়েতে এসেছে প্রায় ২০০ কেজির ওপরে সোনার গয়না পরে! তাদের কোমরে গোজা রয়েছে বন্দুক!
advertisement
6/14
এক একজন মহিলা গলায় যে হার পরেছেন তার ওজন ২ কিলোর বেশি। সেই সঙ্গে কোমরে গোজা বন্দুক!
advertisement
7/14
শুধু তাই নয় গোটা রাস্তায় যেন টাকার বৃষ্টি হয়েছে। পুরুষ মহিলা সকলেই টাকা ওড়াতে ওড়াতে যাচ্ছেন গোটা রাস্তায়!
advertisement
8/14
সকলেই কিন্তু গুজরাতের ট্র্যাডিশনাল পোশাক পরেছেন! আর তাতেই জমে গিয়েছে!
advertisement
9/14
গুজরাতি বিয়ের নিয়ম অনুযায়ী আগের দিন বরকে ঘোড়ায় করে মন্দিরে নিয়ে যাওয়া হয়! সেই মতো মন্দিরে যাওয়ার সময়েই এই মহরা সেজে ওঠে!
advertisement
10/14
প্রায় ৫০টির বেশি বাজনা দলেদের ডাকা হয়েছে এই বিয়েতে!
advertisement
11/14
চারিদিকে ছড়ানো হয় টাকা! রাস্তায় লোক জমে যায় এই বিয়ের যাত্রা দেখতে!
advertisement
12/14
তবে সব থেকে বেশি নজর কেড়েছে মহিলাদের গয়না! শুধু গয়না নয় সেই সঙ্গে কোমরে বন্দুক গোজা দেখে সকলেই বেশ অবাক হয়েছেন!
advertisement
13/14
যদিও বন্দুকটাও নতুন কিছু নয়! কিন্তু মহিলাদের কোমরে বন্দুক সত্যিই চমকে দেওয়ার মতো!
advertisement
14/14
মহিলারাও নিজেদের ওপর টাকা ছড়াচ্ছেন। এই বিয়ে এখন রীতিমতো ভাইরাল!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Marriage: কোমরে বন্দুক! গায়ে ২০০ কেজির গয়না! রাস্তায় উড়ছে লাখ লাখ টাকা! বিয়েতে ভাইরাল 'দাবাং' মহিলারা!