TRENDING:

Viral | Relationship: পাঁচ-পাঁচজন নারীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই 'প্রেমিকের' কপালে জুটল 'চরম' শিক্ষা

Last Updated:
Viral | Relationship: এক ব্যক্তি একসঙ্গে ৫ জন নারীর সঙ্গে প্রেমের খেলায় মেতেছেন। তাদের মধ্যে একজন ছিল ওই ব্যক্তির 'গার্লফ্রেন্ড'।
advertisement
1/8
পাঁচ-পাঁচজন নারীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই 'প্রেমিকের' কপালে জুটল 'চরম' শিক্ষা
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস হারিয়ে গেলে দূরত্ব বাড়তে থাকে। তবুও অনেকে বিশ্বাসঘাতকতা করে এবং সম্পর্কে থাকা সত্ত্বেও নতুন সম্পর্ক চালায়। এমনই এক ঘটনা সামনে এসেছে ইংল্যান্ড থেকে। এখানে এক ব্যক্তি একসঙ্গে ৫ জন নারীর সঙ্গে প্রেমের খেলায় মেতেছেন। তাদের মধ্যে একজন ছিল ওই ব্যক্তির খাতায় কলমে 'গার্লফ্রেন্ড'।
advertisement
2/8
বান্ধবীর আড়ালেই আরও ৪ মেয়ের সঙ্গে পরকীয়া 'ডেইলি মেইল'-এর খবরে বলা হয়, মেয়েটি যখন জানতে পারে যে তার প্রেমিক আরও ৪ জন মহিলার সঙ্গে প্রেম করছে, ২৭ বছর বয়সি মেয়েটি তার প্রাক্তন প্রেমিক সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। মেয়েটি জানান, গত ৬ মাস ধরে সে তার প্রেমিকের সঙ্গে ডেটিং করছে। এখন তিনি জানতে পেরেছেন যে তার প্রেমিক তার আড়ালে আরও ৪ মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত।
advertisement
3/8
ওই নারী জানান, হঠাৎ তিনি বুঝতে পারেন তার প্রেমিক তার সঙ্গে প্রতারণা করছে। আসলে, যে সমস্ত মহিলার সঙ্গে তাঁর প্রেমিকের সম্পর্ক ছিল, সেই সমস্ত মহিলাই কোনও না কোনওভাবে মেয়েটির সঙ্গেও সম্পর্কিত ছিল।
advertisement
4/8
 মেয়েটি জানায়, তার প্রেমিক এসব কথা খুলে বলতেন। তিনি এমনভাবে দেখাতেন যেন কেউ সাহসিকতার কাজ করছে। মেয়েটি সোশ্যাল মিডিয়ায় সেই মহিলাকে অনুসরণ করেছিল যার সঙ্গে তার প্রেমিকের সম্পর্ক ছিল।
advertisement
5/8
মেয়েটি দেখেছিল যে অন্য একজন মহিলা তার প্রেমিকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এরপর সে জানতে পারে তার প্রেমিক তার সঙ্গে প্রতারণা করছে।
advertisement
6/8
ধীরে ধীরে, মেয়েটি জানতে পারে যে ওই এক মহিলাই নয়। আরও চার মহিলার সঙ্গে তার প্রেমিকের সম্পর্ক রয়েছে। একজন মহিলা ছিলেন সেই মেয়েটির চিকিৎসক। অন্য মহিলাটি ছিল তার সম্পর্কিত ভাইয়ের বন্ধু। এছাড়াও মেয়েটি একটি পার্টিতে তৃতীয় মহিলার সঙ্গেও দেখা করেন।
advertisement
7/8
এরপর মেয়েটি তাঁর প্রেমিকের প্রতারণার কথা অন্য চার মহিলাকে জানান। তারপরে পাঁচজন মিলে ওই ব্যক্তির ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। একদিন ওই পাঁচ মহিলা মিলে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে পৌঁছন।
advertisement
8/8
লোকটি একসঙ্গে পাঁচজনকে দেখেই খুব ভয় পেয়ে যান। এরপর তিনি ব্যাখ্যা দিতে শুরু করেন এবং ক্ষমা চাইতে শুরু করেন। যাইহোক, পাঁচজন একই সঙ্গে ওই প্রতারক ব্যক্তির সঙ্গে সম্পর্ক শেষ করে। বর্তমানে ওই পাঁচ নারী ভালো বন্ধু হয়ে উঠেছেন। ওই পাঁচজন মহিলা ওই ব্যক্তির সঙ্গে আর কোনওরকম যোগাযোগ রাখেননি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral | Relationship: পাঁচ-পাঁচজন নারীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই 'প্রেমিকের' কপালে জুটল 'চরম' শিক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল