Viral News: কোন প্রাণীর শরীরে সাপের বিষের প্রভাব পড়ে না মোটে, শুনলে ভাবতেও পারবেন না
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Viral News: সেই সমস্ত প্রাণীদের কামড়ালেও প্রাণীর মৃত্যু হয় না।
advertisement
1/7

ট্রেনেরে মেঝেতে ঘুরছে বিষধর সাপ। তা দেখে ছুটোছুটি করছেন যাত্রীরা। ভয়ানক কাণ্ড ঘটল চম্বল এক্সপ্রেসে।
advertisement
2/7
হ্যানিব্যাজার মানে এত প্রকার ভোঁদড় নাকি সাপের কামড়ে আক্রান্ত হয় না। কারণ যে সাপ হোক না কেন, তার শরীরে বিষ ছড়ায় না। জানলে অবাক হবেন যে হ্যানিব্যাজার সাপ মেরে খায়।
advertisement
3/7
উড র্যাট বা এক বিশেষ ইঁদুর সাপের বিষে আক্রান্ত হয় না। যাই হোক, বড় সাপ প্রায়ই তাদের পুরো গ্রাস করে খেয়ে ফেলে। এ জন্য তারা প্রায়ই সাপ থেকে দূরে থাকতে পছন্দ করে।
advertisement
4/7
ক্যালিফোর্নিয়া গ্রাউন্ড স্কুইরল এক ধরনের কাঠবিড়ালি। এটিকে সাধারণত আমেরিকার ছোট তৃণভূমি, গাছে ঢাকা পাহাড় এবং গ্রানাইট পাথরে পাওয়া যায়। এটি সাপের কামড়ে ক্ষতিগ্রস্থ হয় না।
advertisement
5/7
শুয়োরকে সাপ কামড়ালে মরে না। কারণ এর শরীরে এক বিশেষ ধরনের রাসায়নিক নিউরোটক্সিন থাকে যা সাপের বিষকে ধ্বংস করে এবং আরও ছড়াতে দেয় না।
advertisement
6/7
হেজহগ বা বিশেষ ধরনের সজারু, যা দেখতে একটি সজাগরের মতো, ইউরোপে পাওয়া যায় তবে এটি ভারতেও পালন করা যেতে পারে। দেখতে ছোট এই প্রাণীটি খুবই সাহসী। এতে সাপের বিষের কোনও প্রভাব নেই।
advertisement
7/7
মঙ্গুজ সম্পর্কে আমরা সবাই জানি। কথিত আছে কোথাও সাপ থাকলে একটা মঙ্গুজ এনে রেখে দিন, সাপ পালিয়ে যাবে। এটি সাপের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত হয়। তাকেও সাপে কামড়ায় তাতে কিছু যায় আসে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: কোন প্রাণীর শরীরে সাপের বিষের প্রভাব পড়ে না মোটে, শুনলে ভাবতেও পারবেন না