TRENDING:

Why ghosts always shown in white clothes: সাদা পোশাকে ভয়ঙ্কর ভূত! পর্দার অশরীরীরা কেন সাদা রং পরে? কারণ জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Why ghosts always shown in white clothes: সিরিয়াল হোক বা সিনেমা ভূত সবসময় সাদা পোশাক পরে কেন। বিশেষ করে মহিলা ভূতেদের সকলকে সাদা পোশাকে দেখানো হয় কেন? এর কারণ জানসে আঁতকে উঠবেন।
advertisement
1/6
সাদা পোশাকে ভয়ঙ্কর ভূত! পর্দার অশরীরীরা কেন সাদা রং পরে? কারণ জানলে আঁতকে উঠবেন
ভূত বা আত্মা আছে কিনা তা নিয়ে বিতর্ক ছিল, আছে ও থাকবে। তবে ভূতর নাম শুনলে বা ভৌতিক পরিস্থিতির সম্মুখীন হলে ভয় পান না এমন লোকের সংখ্যা খুবই কম।
advertisement
2/6
তবে একটি বিষয় হল সিরিয়াল হোক বা সিনেমা ভূত সবসময় সাদা পোশাক পরে কেন। বিশেষ করে মহিলা ভূতেদের সকলকে সাদা পোশাকে দেখানো হয় কেন?
advertisement
3/6
বিশেষ কারণেই চলচ্চিত্র নির্মাতারা ভূতের সিনেমাগুলিতে সাদা পোশাক ব্যবহার করেন। এর পিছনে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ। তবে সাদা পোশাকে ভূত দেখে কিন্তু সত্যিই ভয় লাগে।
advertisement
4/6
যখন কেউ মারা যান, তাকে শেষবারের মতো সাদা পোশাকে দেখা যায় আর সেই দৃশ্য মানুষের স্মৃতিতে রয়ে যায়। তাই ভূতকে সিরিয়াল বা সিনেমায় সাদা পোশাকে দেখানো হয়।
advertisement
5/6
কেউ খুন বা দুর্ঘটনার কারণে মারা গেলে মনে করা হয় অতৃপ্ত আত্মা পৃথিবীতে থেকা যায়। যেহেতু ওই ব্যক্তির শবকে শেষবার সাদা কাপড়ে দেখা যায়, তাই মনে করা হয় সে আবার ফিরে এসেছে ওই একই পোশাকে।
advertisement
6/6
এছাড়া ভূতকে যেহেতু অন্ধকারে দেখানো হয় সেখানে সাদা রং দৃশ্যমান হয়। আর ঘন অন্ধকারে সাদা রঙের ভয়ঙ্কর মেকআপে ভূতকে আরও বেশি ভয়ের মনে হয়। তাই সিরিয়াল বা সিনেমায় ভূতকে সাদা পোশাক পরানো হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Why ghosts always shown in white clothes: সাদা পোশাকে ভয়ঙ্কর ভূত! পর্দার অশরীরীরা কেন সাদা রং পরে? কারণ জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল