TRENDING:

Knowledge Story: কোন দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়, উত্তর দিতে ব্যর্থ অনেকেই

Last Updated:
Knowledge Story Which country flag looks same whether its upright or upside down: প্রতিটি দেশের কাছেই জাতীয় পতাকা গর্বের ও সম্মানের। তবে বিশ্বের এমন কোন দেশ রয়েছে যেই দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়।
advertisement
1/7
Knowledge Story: কোন দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়,উত্তর দিতে ব্যর্থ অনেকেই
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
advertisement
2/7
যেকোনো চাকরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান নিয়ে প্রায়শই এসে থাকে। তাই চাকরির পরীক্ষার আগে নিজেকে সবসময় সেইভাবেই তৈরি করা উচিৎ।
advertisement
3/7
সাধারণ জ্ঞান যেমন নলেজ বাড়াতে সাহায্য করে। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
4/7
প্রতিটি দেশের কাছেই জাতীয় পতাকা গর্বের ও সম্মানের। তবে বিশ্বের এমন কোন দেশ রয়েছে যেই দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়।
advertisement
5/7
একটু ভাবলেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। কারণ এই দেশটি খুবই জনপ্রিয়। আরেকটু যদি হিন্ট দেওয়া হয়, তা হল দেশটি এশিয়া মহাদেশের।
advertisement
6/7
এবার আসা যাক এই প্রশ্নের উত্তরে। সেই দেশের নাম হল জাপান। এশিয়ার এই শক্তিধর দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়।
advertisement
7/7
এছাড়া আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশের পতাকাও উল্টো করলে সোজা দেখাবে। এই তালিকায় রয়েছে সুইৎজারল্যান্ড, ফিনল্যান্ডের পতাকাও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: কোন দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়, উত্তর দিতে ব্যর্থ অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল